Media School

Dhaka    Tuesday, 03 December 2024

By সজীব সরকার

হেইট স্পিচ কী?

Media School August 9, 2023

হেইট স্পিচ শুধু বিদ্বেষ নয়, সহিংসতাও ছড়িয়ে দিতে পারে। ছবি : hackinghate.eu

হেইট স্পিচ (hate speech)-কে বাংলায় সহজ করে ঘৃণা-বাক্য বা বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে অভিহিত করা যেতে পারে। সাধারণ অর্থে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তার সহজাত কোনো বৈশিষ্ট্য নিয়ে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতা উস্কে দেওয়ার মতো বক্তব্য বা মন্তব্যকে হেইট স্পিচ বলা যায়।

জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সহজাত বা অন্তর্নিহিত কিংবা জন্মগত কোনো বৈশিষ্ট্য (যেমন : ধর্ম, বর্ণ, গোত্র বা লিঙ্গ পরিচয়) নিয়ে আক্রমণাত্মক, বিদ্বেষপূর্ণ বা ঘৃণা প্রকাশ পায় - এমন কোনো বক্তব্য যার কারণে সমাজের শান্তি-শৃঙ্খলা ব্যাহত হতে পারে, তা হেইট স্পিচ হিসেবে বিবেচিত হবে [...“hate speech” refers to offensive discourse targeting a group or an individual based on inherent characteristics (such as race, religion or gender) and that may threaten social peace.]।

University of Wisconsin-Milwaukee-এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, হেইট স্পিচ হলো এমন যে-কোনো অভিব্যক্তি যার মাধ্যমে বক্তা কোনো গোষ্ঠীর জাতি, ধর্ম, গায়ের রং, যৌন পরিচয়, লিঙ্গ পরিচয়, নৃতাত্ত্বিক পরিচয়, অক্ষমতা বা জাতীয় পরিচয় - ইত্যাদির ভিত্তিতে ওই গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা উস্কে দেয় (...hate speech is “any form of expression through which speakers intend to vilify, humiliate or incite hatred against a group or a class of persons on the basis of race, religion, skin color, sexual identity, gender identity, ethnicity, disability or national origin.”)।

অর্থাৎ, হেইট স্পিচের সঙ্গে সাধারণত ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো, অপমান করা, বৈষম্য করা, অমানবিককরণ, খারাপ হিসেবে দেখানো এবং সহিংসতা উস্কে দেওয়ার মতো বিষয় জড়িত থাকে।

হেইট স্পিচের নানা মাধ্যম
নানাভাবে হেইট স্পিচ বা ঘৃণা-বাক্য প্রকাশ করা কিংবা ছড়ানো হতে পারে। 'স্পিচ' শব্দটি এখানে আক্ষরিক অর্থে 'বক্তব্য' বা 'বক্তৃতা' বোঝাতে ব্যবহার করা হয়নি; এখানে 'স্পিচ' শব্দটি যোগাযোগের অন্যান্য মাধ্যমকেও বোঝাচ্ছে।

যোগাযোগের এসব মাধ্যমের মধ্যে রয়েছে : মুখে উচ্চারিত শব্দ-বাক্য-কথা, লিখিত শব্দ-বাক্য-কথা বা বক্তব্য, ছবি, ভিডিও, কার্টুন বা ব্যঙ্গচিত্র, কোনো চিহ্ন বা বস্তু প্রদর্শন এমনকি অবাচনিক কোনো ইঙ্গিত (যেমন : অঙ্গভঙ্গি)।

নতুন প্রযুক্তির যুগে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে খুব সহজে, কম বা বিনা খরচে ও পরিচয় গোপন রেখেই হেইট স্পিচ ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে।