By সজীব সরকার
সাংবাদিকতার এবিসি (ABC in Journalism)
Media School April 9, 2024
সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে খুব ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি কৌশল হলো 'সাংবাদিকতার এবিসি'। ইংরেজি Accuracy (সঠিকতা বা নির্ভুলতা), Brevity (সংক্ষিপ্ততা) ও Clarity (স্পষ্টতা) - এই তিনটি শব্দের আদ্যক্ষর নিয়েই এই 'এবিসি' কৌশল।
বিষয়টি এখানে সংক্ষেপে ব্যাখ্যা করা হলো :
Accuracy: সাংবাদিকতার জগতে ভুল তথ্য বা ভুল বক্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। সংবাদ সবসময় হবে সঠিক, নির্ভুল। 'অনিচ্ছাকৃত ভুল' ব্যাপারটিকেও সাংবাদিকতার নীতিমালায় দোষযুক্ত বলে বিবেচনা করা হয়।
Brevity: সংবাদ তুলে ধরতে হবে যথাসম্ভব কম কথায়। একটি ঘটনার সব তথ্যই প্রতিবেদনে তুলে ধরতে হবে; কিন্তু, তা করতে হবে সংক্ষিপ্ত আকারে। অহেতুক বড় করে লিখলে পত্রিকার স্থান বা রেডিও-টিভির ক্ষেত্রে সময় নষ্ট হবে। এর পাশাপাশি, বড় কলেবরের সংবাদ প্রায়শই পাঠকের আগ্রহ ও মনোযোগ নষ্ট করে।
Clarity: সংবাদ অবশ্যই সুস্পষ্ট হওয়া দরকার। অর্থাৎ, সংবাদে যা বলা হচ্ছে, পাঠক যেন তা একবার পড়ে বা শুনেই সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারে। পাঠক যদি সংবাদ পড়ে এতে থাকা তথ্য বা বক্তব্য বুঝতে না পারে, তাহলে ওই সংবাদ প্রকাশ বা প্রচারের উদ্দেশ্যই আসলে ব্যর্থ হবে।
তাই, সাংবাদিকতায় এই 'এবিসি' মনে রাখা ও এটি মেনে চলা দরকার।