By মালিহা খাতুন
সমাজকে বলে দিতে চাই...
Media School October 26, 2020
একজন নারী হিসেবে আজ আমি গর্বিত। সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির মধ্যে একটি হলো নারী। নারী কারো কন্যা, কারো বোন, কারো প্রিয়তমা, আবার কারো সহধর্মিনী। একজন নারীর শেষ রূপ একজন মা হিসেবে। একজন মা তার সমস্ত ভালোবাসা বিলিয়ে দেয় নিজ সন্তানের জন্য। সন্তানকে একজন প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে নিজের চাওয়া-পাওয়া সকল কিছু ত্যাগ করে দেয়।
একজন নারীর অবদান কতটুকু, তা নতুন করে বলার কিছু নেই। কিন্তু নারীরা কি তাদের অসীম অবদানের যথার্থ মর্যাদা পাচ্ছেন? সমাজ কি নারীর মর্যাদা দিতে পারছে?
আদিকাল হতে সমাজ ও বিভিন্ন প্রথার মাধ্যমে নারীরা নির্যাতিত হয়ে আসছে। শারীরিক ও মানসিকভাবে নারীদের দুর্বল করে দেওয়া হতো। এমনকি বর্তমান সমাজেও এই অত্যাচার বেড়ে চলেছে। একজন নারী হিসেবে আমি সেই সমাজকে বলে দিতে চাই যে সমাজে নারীরা যথাযথ মর্যাদা পাচ্ছে না। নেপোলিয়ন বলেছিলেন, 'আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব।' আমি সেই নারী, যে একটি শিক্ষিত জাতি দিতে পারি। আমি সেই নারী, যাকে নিয়ে এত কবিতা, এত উপন্যাস রচিত হয়েছে। নারী হলেও আমি পারি এই কঠোর সমাজকে হেসে হেসে গ্রহণ করতে, মোকাবেলা করতে। আমার কোমল হাত দেখে যেন কেউ আমাকে কোমল না ভাবে; আমার মাঝে আছে তীব্র সহ্য শক্তি। আমার চিকন গলার স্বর শুনে যেন কেউ আমাকে দুর্বল না ভাবে; প্রয়োজনে আমি হয়ে উঠি প্রতিবাদের সেই তীব্র আর তীক্ষ্ণ কন্ঠস্বর। আমি থেমে থাকি না সমাজের বাধায়; আমি এগিয়ে চলি পুরুষদের মতো সমান গতিতে।
আমিই পারি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেকে যোগ্য প্রমাণ করতে। জীবনে সফলতা অর্জন করার সেই ক্ষমতা আমার মাঝে আছে।