Media School

Dhaka    Wednesday, 15 January 2025

By সজীব সরকার

সংবাদ প্রতিবেদনে `জানান` ও `বলেন` ব্যবহারের নিয়ম

Media School June 24, 2024

পত্রিকা বা রেডিও-টিভির খবরে প্রায়ই 'তিনি জানান', 'তিনি বলেন' - এ শব্দগুলো ব্যবহার করা হয়। প্রায়োগিক দিক থেকে দেখলে এদের অর্থ ভিন্ন।

কোনো ঘটনা 'জানানো' মানে হলো, যা ঘটেছে সেটি বলা। অর্থাৎ, 'এ ব্যাপারে তিনি বলেন...' - এভাবে কিছু বলার মধ্যে 'সত্যতা' রয়েছে বলে শ্রোতার কাছে মনে হবে। একজন সাংবাদিক যদি খবরের প্রতিবেদনে এভাবে বলেন- 'রহিম ও করিমের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ব্যাপারে রহিম জানান, করিম কোনো কারণ ছাড়াই তার ওপর হামলা চালিয়েছেন' - তাহলে পাঠকের মনে হতে পারে যে ঘটনাটি সত্য; অর্থাৎ, রহিম সত্যি বলছেন- প্রতিবেদনে এমনটিই বিশ্বাস করা হচ্ছে।

যদি রহিমের বক্তব্য সত্য হয় এবং এর পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে বা এটি প্রমাণিত হয়, তাহলে প্রতিবেদনে 'জানান' ব্যবহারে কোনো বাধা নেই। কিন্তু, ঘটনাটি যদি সত্য না হয় কিংবা রহিমের বক্তব্য সত্য বলে তখনো প্রমাণিত না হয়, তাহলে এখানে 'জানান' ব্যবহার না করাই ভালো। এর বদলে এখানে 'বলেন' বা 'উল্লেখ করেন' কিংবা 'দাবি করেন' বা 'অভিযোগ করেন' ব্যবহার করা যেতে পারে।

খেয়াল রাখা দরকার : 'তিনি জানান' বললে কেউ যা বলছে, সেটি সত্য বলে মেনে নেওয়া হচ্ছে। তাই, কেউ যদি সত্য তথ্য দেন, তাহলে 'তিনি জানান' বলা বা লেখা যাবে। যেমন : 'বৈঠক শেষে মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি হয়েছে।'

কিন্তু, যদি সত্য-মিথ্যা যাচাই করা না যায় কিংবা সাংবাদিক তথা সংবাদমাধ্যম যদি কারো বক্তব্যকে সত্য বলে মেনে নিয়ে তার পক্ষে সাফাই হিসেবে বলতে না চায়, তাহলে 'তিনি জানান' ব্যবহার না করে বরং 'তিনি বলেন', 'তিনি উল্লেখ করেন' কিংবা 'তিনি দাবি করেন' - এভাবে লেখাই ভালো। যেমন : 'সংবাদ সম্মেলনে তিনি জানান, অমুক দলের কর্মকাণ্ডের কারণে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে' - এর মধ্য দিয়ে ব্যাপারটিকে সত্য বলে মেনে নেওয়া হচ্ছে বলে মনে হতে পারে। এ ক্ষেত্রে বাক্যটি অন্যভাবে লেখা উচিত; যেমন : 'সংবাদ সম্মেলনে তিনি বলেন/উল্লেখ করেন/দাবি করেন/অভিযোগ করেন, অমুক দলের কর্মকাণ্ডের কারণে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে'।

'জানান, বলেন, উল্লেখ করেন, দাবি করেন, অভিযোগ করেন' - এ অভিধাগুলোর মধ্যে সাধারণ বিবেচনায় কোনো পার্থক্য নির্ণয় করা যায় না। কিন্তু, সংবাদ প্রতিবেদনে প্রতিটি শব্দ খুব ভালো মতো যাচাই করে এর পরই তা ব্যবহার করা উচিত। কারণ, সাংবাদিক বা সংবাদমাধ্যম কারো পক্ষ নিতে পারে না; খবরের প্রতিবেদন তাই হতে হয় শতভাগ নিরপেক্ষ ও নির্ভুল।

তাহলে খেয়াল রাখতে হবে- কারো দেওয়া কোনো তথ্য বা বক্তব্য নির্ভুল বা সত্য হলেই শুধু 'জানান' ব্যবহার করা উচিত। কিন্তু, সাংবাদিক বা সংবাদমাধ্যম যখন কারো দেওয়া কোনো তথ্য বা বক্তব্য সত্য না মিথ্যা - এর প্রমাণ না পায়, কিংবা যা বলা হচ্ছে তা মেনে নিয়ে কারো পক্ষে অবস্থান নিতে না চায়, তখন সেই তথ্য বা বক্তব্য তুলে ধরতে 'তিনি বলেন', 'তিনি উল্লেখ করেন', 'তিনি দাবি করেন' কিংবা 'তিনি অভিযোগ করেন' - এর মধ্য থেকে প্রাসঙ্গিক অভিধাটি বেছে নেওয়াই ভালো। কেউ কিছু বলেছে, উল্লেখ করেছে, দাবি করেছে বা অভিযোগ করেছে - সংবাদ প্রতিবেদনে এভাবে বলার অর্থই হলো, কেউ যা বলেছে, তা পাঠকের সামনে তুলে ধরা হচ্ছে শুধু; এখানে ওই তথ্য বা বক্তব্যের সত্য-মিথ্যার দিকে গণমাধ্যম নির্দেশ করছে না।