Media School

Dhaka    Tuesday, 03 December 2024

By সজীব সরকার

লেসে-ফেয়ার ইকোনমি

Media School August 30, 2020

প্রতীকী ছবি

লেসে-ফেয়ার ইকোনমি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায়, যেখানে ব্যক্তি কিংবা ব্যক্তি মালিকানাধীন ব্যবসা-প্রতিষ্ঠান অথবা সার্বিক অর্থনৈতিক প্রক্রিয়া বা ব্যবস্থার মধ্যে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না। বাজার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণের এই অনুপস্থিতিকে অর্থনীতিতে ‘অবাধনীতি’ বলা হয়। এমন বাজার ব্যস্থায় ব্যবসা-বাণিজ্যের ওপর সরকার আরোপিত শুল্ক-কর, ভর্তুকি, কোটা - এ ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সরকারি হস্তক্ষেপ থাকে না।

আঠারো শতকে ফ্রান্সের একদল অর্থনীতিবিদ (Physiocrats) ব্যবসা-বাণিজ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ হ্রাসের উদ্দেশ্যে লেসে-ফেয়ার ইকোনমি বা বাণিজ্যে এই অবাধনীতির তাত্ত্বিক ধারণা প্রচার করেন। অল্প সময়ের মধ্যেই এই ধারণাটি জনপ্রিয়তা লাভ করে এবং এক পর্যায়ে এটি 'মুক্ত বাজার অর্থনীতি'র সমার্থক হয়ে ওঠে।

George Whatley ১৭৭৪ সালে প্রকাশিত তাঁর ‘Principles of Trade’ বইয়ে ফরাসি ভাষার এই শব্দটি (লেসে-ফেয়ার : laissez-faire) ব্যবহার করেন যেখানে তিনি লেসে-ফেয়ার ইকোনমি বা অর্থনীতি তথা বাজার ব্যবস্থার মধ্যে অবাধনীতির সুফল নিয়ে আলোচনা করেন। যতো দূর জানা যায়, ইংরেজি ভাষায় এই শব্দের এটিই প্রথম ব্যবহার।

তথ্যসূত্র ও সহায়ক পাঠ

Buder, Stanley (2009). Capitalizing on Change: A Social History of American Business. The University of North Carolina Press. ISBN-10: 0807832316, ISBN-13: 978-0807832318
Franklin, Benjamin (1905). The Writings of Benjamin Franklin. Macmillan.
Nicolson, Benedict (1972). The Treasures of the Foundling Hospital. Clarendon Press.
Viner, Jacob (1930). Early English Theories of Trade. Journal of Political Economy: 404–57. doi:10.1086/254122.
Wikipedia