By মিডিয়াস্কুল
রুডইয়ার্ড কিপলিং-এর `যদি`
Media School September 24, 2021
সন্তান জন-এর উদ্দেশে কিপলিংয়ের লেখা নীতি-উপদেশমূলক এ কবিতা ভিক্টোরীয় যুগের সাহিত্যের অন্যতম উদাহরণ।
যদি...
মূল : রুডইয়ার্ড কিপলিং
ইংরেজি থেকে অনুবাদ : রিজওয়ান উল আলম
যদি তুমি নিজেকে শান্ত রাখতে পার,
যখন অন্যরা অশান্ত হয়ে তোমাকেই দোষারোপ করছে;
যদি তুমি নিজেকে বিশ্বাস কর,
যখন অন্যেরা সবাই তোমায় সন্দেহ করছে,
তাদেরকে সন্দেহ করতে দাও;
যদি তুমি অপেক্ষা করতে পার, অপেক্ষায় ক্লান্ত না হয়ে,
বা তোমার সম্পর্কে মিথ্যে বলা হয়েছে,
তবে সেই মিথ্যেকে গ্রহণ করো না।
অথবা তোমাকে ঘৃণা করা হয়েছে, তবুও ঘৃণার কাছে হেরে যেও না।
এবং ওদেরকে ছাড়িয়ে যেতে নিজের সম্পর্কে বেশি বল না।
যদি তুমি স্বপ্ন দেখতে পার, স্বপ্নকে প্রভু না বানিয়ে;
যদি তুমি চিন্তা করতে পার, চিন্তাকে লক্ষ্য না বানিয়ে।
যদি তুমি বিজয় আর পরাজয়ের দেখা পাও,
এবং দুই প্রতারককে একই মনে কর;
বোকাদের ফাঁদে ফেলতে ওরা তোমার সত্য কথাকে বিকৃত করার পরেও যদি তা শোনার শক্তি রাখো,
বা খেয়াল কর, জীবনকে তুমি যা দিয়েছ, ভগ্ন এবং নুইয়ে যাওয়ার পরেও
ক্ষয়ে যাওয়া হাতিয়ার দিয়ে যদি তা আবার গড়ে তুলতে পার।
যদি জীবনের হার-জিতের খেলায় সকল জয়ের পর হেরে যাওয়ার পরেও
প্রথম থেকে শুরু কর, পরাজয় সম্পর্কে কিছু না বলে;
আবেগ, উচ্ছ্বাসের অবসানেও,
যদি তোমার হৃদয় আর স্নায়ুকে সতেজ রাখতে পার,
ইচ্ছেশক্তি ছাড়া আর যখন কিছুই তোমার নেই;
তবে ধরে রাখো সেই ইচ্ছাশক্তি!
যদি তুমি জনতার সাথে কথা বলতে পার
নিজের ভালোগুণ ধরে রেখে,
বা তাদের সংযোগ না হারিয়েও চলতে পার অভিজাতদের সাথে;
যদি কোন শত্রু বা প্রিয় বন্ধু তোমাকে আহত করতে না পারে;
নিজেকে বিশ্বাস করে যদি তুমি সম্মান জানাতে পার সবাইকে,
যদি তুমি জীবনের প্রতিটি মুহুর্তের সুযোগ নিয়ে
গড়ে নিতে পার মূল্যবান সবকিছু;
তা হলে এই পৃথিবী এবং এতে যা কিছু আছে, তা তোমার;
এবং সর্বোপরি, তুমি হবে মানুষ, হে আমার সন্তান!
রিজওয়ান উল আলম : খণ্ডকালীন অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস।