Media School

Dhaka    Thursday, 21 November 2024

By নুসরাত জাহান

ম্যাকমোহন লাইন

Media School August 18, 2020

স্যার হেনরি ম্যাকমোহনের তত্ত্বাবধানে চিহ্নিত ম্যাকমোহন লাইন।

ম্যাকমোহন লাইন হলো তিব্বত ও ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের মাঝখান দিয়ে চলে যাওয়া একটি কূটনৈতিক সীমারেখা। ১৯১৪ সালের সিমলা সম্মেলনে তৎকালীন ব্রিটিশ উপনিবেশের অ্যাডমিনিস্ট্রেটর স্যার হেনরি ম্যাকমোহনের তত্ত্বাধানে তিব্বত ও ভারতের প্রতিনিধিদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে এটিই ইন্দো-চীন সীমান্তরেখা নামে বহুল পরিচিত। কারণ, তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে নিজেদের দাবি করে এবং ভারত এতে সম্মতি দিলেও চীন বরাবরই তিব্বতকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আর মূলত এ নিয়েই দেশটির সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত। পরবর্তী সময়ে ১৯৫০ সালে চীন তিব্বতকে পুরোপুরি দখল করে নেয় এবং তখন থেকে এখন পর্যন্ত দেশটি এ সীমান্তরেখাকে কখনো স্বীকৃতি দেয়নি।

অন্যদিকে, চুক্তি অনুসারে অরুণাচল প্রদেশের এলাকা তাওয়াং এবং তিব্বতের দক্ষিণের কিছু অংশ ভারতের বলে উল্লেখ করা হয় এবং ভারত ও তিব্বত এ চুক্তি অনুসরণ করে। কিন্তু সিমলা সম্মেলনে উপস্থিত না থাকা এবং চুক্তিতে স্বাক্ষর না করার কারণে চীন কখনোই এ ভাগ-বাটোয়ারা মেনে নেয়নি; বরং, তিব্বত পুরোপুরি দখলের পর দেশটি সম্পূর্ণ অরুণাচল প্রদেশও নিজেদের বলে দাবি করে আসছে।

তথ্যসূত্র :

https://en.wikipedia.org/wiki/McMahon_Line
https://www.jstor.org/stable/652324?seq=1#metadata_info_tab_contents
https://www.jagranjosh.com/general-knowledge/what-is-mcmahon-line-1593666942-1