Media School

Dhaka    Thursday, 26 December 2024

By সজীব সরকার

মোজো বা মোবাইল জার্নালিজম

Media School April 7, 2021

স্মার্টফোন ব্যবহার করেই সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচার করা সম্ভব। ছবি : shoulderpod.com

মোজো বা মোবাইল জার্নালিজম (Mojo/Mobile Journalism) হচ্ছে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে সাংবাদিকতা। একটু ব্যাখ্যা করা যেতে পারে : এখনকার উন্নত প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার করে একজন সাংবাদিক একটি খবরের দৃশ্য (ফুটেজ) ধারণ করতে পারেন এবং এডিটিং সফটঅয়্যার ব্যবহার করে সেটি যথাযথভাবে সম্পাদনাও করতে পারেন। এছাড়া এই স্মার্টফোন থেকেই ওই ভিডিও বার্তাটি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্ল্যাটফর্মে আপলোড ও শেয়ার করা যায়। এমনকি স্মার্টফোনের সাহায্যে কোনো খবর সরাসরি (লাইভ) সম্প্রচার করাও সম্ভব হচ্ছে।

বর্তমান সময়ের স্মার্টফোনগুলো প্রযুক্তির কল্যাণে বেশ অগ্রসর একটি ডিভাইস হয়ে উঠেছে। এই স্মার্টফোন ব্যবহার করেই সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচারের কাজটি সম্পন্ন করা সম্ভব। এই প্রক্রিয়াই হলো মোজো বা মোবাইল জার্নালিজম।

আধুনিক ও উন্নত স্মার্টফোনের কল্যাণে এখন বড় ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি বহন করার ঝামেলা বা খরচ অনেক ক্ষেত্রেই কমে গেছে। স্মার্টফোন এবং এর সঙ্গে খুব হালকা বা সহজে বহনযোগ্য ও তুলনামূলক কম দামের কিছু সরঞ্জাম ব্যবহার করেই এখন সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচারের কাজ সম্ভব হচ্ছে। আর পাঠকরাও এখন খবর জানতে স্মার্টফোনেই বেশি নির্ভরশীল হয়ে উঠছে।

এসব কারণে সাংবাদিকতার জগতে মোজো এখন বেশ আলোচিত একটি বিষয়। মনে করা হচ্ছে, আগামী দিনগুলোতে এই মোজোই হতে যাচ্ছে সাংবাদিকতার মূল হাতিয়ার।