By সজীব সরকার
মিডিয়া ডেমোক্র্যাসির উদ্দেশ্য
Media School September 7, 2024
প্রতীকী ছবি।
একটি তত্ত্ব ও সামাজিক আন্দোলন হিসেবে মিডিয়া ডেমোক্র্যাসির অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো :
- বর্তমান সময়ের কর্পোরেট মিডিয়া মডেল বাতিল করে গণতান্ত্রিক একটি গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা করা
- মুনাফার উদ্দেশ্যে গণমাধ্যমকে ব্যবহারের প্রবণতা বদলে জনসেবামূলক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা
- অলটারনেটিভ মিডিয়া অর্থাৎ বিকল্প মাধ্যমগুলোকে বৃহত্তর পরিসরে তুলে নিয়ে আসা
- নাগরিক সাংবাদিকতার ভূমিকা ও পরিধি বাড়ানো
- জনসাধারণকে খবরের নিষ্ক্রিয় অডিয়েন্সের ভূমিকা থেকে সরিয়ে এনে তাদের সক্রিয় অংশীজন করে তোলা
- গণমাধ্যম ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা
- গণতান্ত্রিক মতাদর্শ প্রচারে গণমাধ্যমকে কার্যকরভাবে ব্যবহার করা
- গণমাধ্যম ও জনসাধারণের বাকস্বাধীনতা নিশ্চিত করা - ইত্যাদি।