By মাজেদুল হক তানভীর
ফেসবুক মার্কেটিং কী?
Media School July 11, 2020
প্রতীকী ছবি
তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ প্রক্রিয়ায় সহজেই মার্কেটিং করা যায় বলে এর প্রসার ঘটছে দ্রুত। ‘ফেসবুক মার্কেটিং’ প্রক্রিয়াটি ‘ডিজিটাল মার্কেটিং’-এর একটি গুরুত্বপূর্ণ ভাগ।
ফেসবুক মার্কেটিং (Facebook Marketing) কী?
ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানার আগে ‘মার্কেটিং’ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আসলে মার্কেটিং হলো, এমন কিছু কাজের সমষ্টি যার মাধ্যমে কোনো সেবা কিংবা পণ্যের প্রচার করা হয়।
মার্কেটিংয়ের মাধ্যমে যেকোনো পণ্য বা সেবা জনসাধারণের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের সেই পণ্য বা সেবা কেনা বা ব্যবহারের জন্য উৎসাহিত করা হয়।
মার্কেটিংয়ের প্রক্রিয়াতে সাধারণত বিজ্ঞাপন (advertising) এবং পণ্য বা সেবা কেনাবেচা (selling of products & services) সংযুক্ত থাকে।
এখন, যদি আমরা ফেসবুক মার্কেটিংয়ের কথা বলি, তাহলে এটাও সম্পূর্ণ সাধারণ মার্কেটিং প্রক্রিয়ার মতোই। তবে, এখানে মার্কেটিংয়ের মাধ্যম হিসেবে ইন্টারনেট এবং ফেসবুক ব্যবহার করা হয়।
ব্যবসার সঙ্গে জড়িত একটি ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ তৈরি করে নিজের ব্যবসা বা পণ্যের বিষয়ে তথ্য পাবলিশ করে, সেগুলো ফেসবুকের মাধ্যমে ঘরে বসে থাকা কোটি কোটি মানুষের কাছে প্রচার অর্থাৎ মার্কেটিং করা যায়।