Media School

Dhaka    Wednesday, 15 January 2025

By সজীব সরকার

ফলো-আপ স্টোরি

Media School April 18, 2021

কোনো একটি ঘটনা নিয়ে একবার খবর প্রকাশের পর ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত নতুন কোনো তথ্য (আপডেট) জানা গেলে তা জানিয়ে আবারো খবর প্রকাশ করা হয়। এক্ষেত্রে দ্বিতীয় খবরটি হলো প্রথম খবরের ফলো-আপ বা ফলো-আপ স্টোরি। ফলো-আপ স্টোরিকে অনেক সময় ‌'সেকেন্ড ডে স্টোরি'-ও বলা হয়।

উদাহরণ হিসেবে বলা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পরপরই সবগুলো গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে। এ বিষয়ে প্রথম খবর প্রকাশের পর এ ঘটনায় তদন্তের অগ্রগতিসহ আনুষঙ্গিক বিষয়ে আরো অনেকবার খবর প্রকাশ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবছরই বছরের পর বছর সময় পেরিয়ে গেলেও এ রহস্যের সমাধান হয়নি - এই দৃষ্টিকোণ থেকে খবর প্রকাশ করা হচ্ছে। এগুলো সবই ফলো-আপ। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি। যদি কোনোদিন অপরাধী ধরা পড়ে, তবে বহু বছর পর এসে ওই ঘটনা প্রতিটি সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হবে। অপরাধী ধরা পড়ার এই নতুন তথ্য নিয়ে যে খবর প্রকাশিত হবে, সেটিও হবে ফলো-আপ সংবাদ।

অন্য উদাহরণে বলা যায়, বাণিজ্য মেলা শুরুর আগে দিন-ক্ষণ জানিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে যে কদিন মেলা চলে, তার প্রতিদিনই মেলায় নতুন কী পণ্য আসছে বা কী পণ্য বেশি বিক্রি হচ্ছে, এর ওপর ফলো-আপ খবর থাকে। আবার মেলা শেষ হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট বছরে মেলার লাভ-লোকসানের ওপর আলোকপাত করেও খবর প্রকাশিত হয়। এগুলোই ফলো-আপ স্টোরি।