Media School

Dhaka    Wednesday, 15 January 2025

By সজীব সরকার

ফলো-আপ সংবাদ কেন করা হয়?

Media School April 19, 2021

 

মূলত যেসব কারণে ফলো-আপ সংবাদ প্রকাশ করা হয় সেসবের মধ্যে রয়েছে :

  • ধারাবাহিকতা রক্ষা : কিছু ঘটনা থাকে, যে ঘটনায় কিছুদিন ধরে প্রতিদিন বা কিছুদিন পরপর নতুন তথ্য বা আপডেট আসতে থাকে। যেমন : নির্বাচনের মৌসুমে নির্বাচন কমিশন, প্রার্থিতা, নির্বাচন পদ্ধতি ইত্যাদি বিষয়ে অনেকদিন ধরেই ফলো-আপ সংবাদ প্রকাশিত হতে থাকে কেননা প্রায় প্রতিদিনই এসব বিষয়ে কোনো না কোনো আপডেট থাকে। অন্য উদাহরণ হলো : ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ।
  • পাঠকের কৌতূহল ও তথ্য জানার চাহিদা মেটানো : অনেক সময় কিছু ফলো-আপ সংবাদ প্রকাশিত হয় ওই ঘটনায় কোনো আপডেট না থাকলেও; প্রায়ই সেটি সংশ্লিষ্ট অন্য কোনো নতুন খবরের পরিপূরক হিসেবে আসতে পারে। যেমন : বড় কোনো বিমান দুর্ঘটনা ঘটলে সেটি নিয়ে যে খবর হয়, তার সঙ্গে অনেক সময় সম্পূরক হিসেবে অতীতে এ ধরনের বড় দুর্ঘটনা কী ঘটেছে তার একটি পরিসংখ্যান উল্লেখ করা হয়। এর মাধ্যমে পুরোনো ঘটনায় আপডেট না থাকলেও তা খবরের মধ্যে চলে আসে।
  • ভারসাম্য নিশ্চিত করা : অনেক সময় পর্যাপ্ত সময়ের অভাবে তথ্যের সূত্র ভালো মতো নিশ্চিত না হয়ে বা কম তথ্য দিয়ে তাৎক্ষণিকভাবে একটি সংবাদ প্রকাশ করতে হতে পারে (অনলাইন সংবাদমাধ্যমে কিংবা লাইভ অর্থাৎ সরাসরি সম্প্রচারের সময় এমনটি বেশি হয়)। এমন হলে পরবর্তী সময়ে যথেষ্ট তথ্য-প্রমাণ যোগাড় করে ওই বিষয়ে বিস্তারিতভাবে (ফলো-আপ) সংবাদ প্রকাশ করা হয়; এতে ওই সংবাদের ক্ষেত্রে তথ্য ও সূত্রের ভারসাম্য নিশ্চিত হয়।
  • বাদ পড়ে যাওয়া ঘটনা তুলে আনা : অনেক সময় একটি সংবাদমাধ্যম কোনো একটি ঘটনা (সংবাদ) ঠিক সময়ে জানতে না পারার কারণে তা প্রকাশ বা প্রচার করতে পারে না। অন্য সংবাদমাধ্যমে সে সংবাদ প্রকাশিত হলে তখন ওই সংবাদমাধ্যম এ বিষয়ে বিস্তারিত তথ্যসহ সংবাদ প্রকাশ করে। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের জন্যে এটি ‘নতুন খবর’ হলেও তা আসলে এক ধরনের ‘ফলো-আপ’ সংবাদ; কেননা পাঠক অন্য মাধ্যম থেকে এ খবর আগেই জেনে গিয়েছে।