Media School

Dhaka    Thursday, 26 December 2024

By সজীব সরকার

প্লট সামারি কী?

Media School August 22, 2023

প্লট সামারি (Plot Summary) হলো কোনো সাহিত্যকর্মের (যেমন : গল্প, উপন্যাস, নাটক বা চলচ্চিত্র ইত্যাদি) সংক্ষিপ্ত পরিচিতি।

প্লট সামারির মাধ্যমে একটি গল্প বা চলচ্চিত্রের মূল ঘটনাপ্রবাহ সম্পর্কে খুব সংক্ষেপে একটি ধারণা দেওয়া হয়। গল্পে ঠিক কী ঘটতে যাচ্ছে বা গল্পটি কী নিয়ে, এ বিষয়ে অল্প কথায় ধারণা দেওয়াই প্লট সামারির উদ্দেশ্য। এ ধরনের সামারিতে গল্পের খুঁটিনাটি (ডিটেইলস) নিয়ে কোনো আলোচনা থাকে না।

প্লট সামারির উদ্দেশ্যই হলো খুব অল্প কথায় গল্পটি সম্বন্ধে ধারণা দেওয়া; তাই এখানে ঘটনার বিস্তারিত বর্ণনা বা ব্যাখ্যা থাকে না।

উদাহরণ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী (১৯৫৫) চলচ্চিত্রের প্লট সামারি এভাবে লেখা যেতে পারে :

বিশ শতকের গোড়ার দিকে বাংলার একটি প্রত্যন্ত গ্রামের জীবনধারা, যা চিত্রায়িত হয়েছে দরিদ্র পুরোহিত হরিহর রায় ও তার পরিবারের জীবনালেখ্যর মধ্য দিয়ে।

অথবা এভাবেও লেখা যেতে পারে :

বিশ শতকের প্রথম ভাগে গ্রামীণ জীবন, দারিদ্র্য ও কাজের সন্ধানে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমানো এক পরিবারের আখ্যান।