Media School

Dhaka    Wednesday, 15 January 2025

By সজীব সরকার

প্রযুক্তির এ যুগে সাংবাদিক হতে হলে যেসব দক্ষতা থাকা দরকার

Media School August 30, 2024

প্রতীকী ছবি।

সাংবাদিকতার পুরনো বা পরিচিত চেহারার অনেকটাই নতুনতর প্রযুক্তির প্রভাবে বদলে গেছে। বিশেষ করে অনলাইন সাংবাদিকতার ধারণা ও চর্চা জনপ্রিয় হতে শুরু করার পর এ পরিবর্তনের গতি আগের চেয়ে বেড়েছে। এ কারণে, এখনকার সময়ে সাংবাদিক হতে চাইলে কী ধরনের দক্ষতা নিজের মধ্যে তৈরি করতে হবে- তা নিয়ে নতুন করে ভাবারও সময় এসেছে।

প্রিন্ট ও ব্রডকাস্ট মিডিয়ার নানাবিধ প্রযুক্তি, প্রকরণ ও কৌশল এখন অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে এসে মিলেমিশে একাকার হয়েছে। তাই, বর্তমান সময় বিবেচনায় সাংবাদিক হওয়ার প্রস্তুতি নিতে চাইলে এ দক্ষতাগুলো অবশ্যই থাকা দরকার :

১. সাক্ষাৎকার নেওয়ার দক্ষতা
২. সংবাদ হওয়ার উপযোগী ঘটনা চিহ্নিত করতে পারা ও তা নিয়ে প্রতিবেদন তৈরির দক্ষতা
৩. নানা বিষয়ে ও নানা ঢঙে লেখালেখির দক্ষতা
৪. ডিজিটাল প্ল্যাটফর্ম সম্বন্ধে সুস্পষ্ট ধারণা ও সেসব ব্যবহারের দক্ষতা
৫. সোশ্যাল মিডিয়া সম্বন্ধে সুস্পষ্ট ধারণা ও সাংবাদিকতার নানা ধাপে এর কার্যকর ব্যবহার আয়ত্ত করতে পারা
৬. ডিজিটাল কনটেন্ট (যেমন : অডিও, ভিডিও, মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন) তৈরি করতে পারার সক্ষমতা থাকা
৭. মোবাইল জার্নালিজম (মোজো) সম্বন্ধে ধারণা ও দক্ষতা
৮. অনুসন্ধানী সাংবাদিকতা করতে পারার মতো দক্ষতা ও দৃঢ় মনোবল
৯. সার্বিকভাবে অনলাইন সাংবাদিকতার যাবতীয় জ্ঞান বা ধারণা ও প্রয়োজনীয় দক্ষতা
১০. সর্বোপরি, দৃঢ় নৈতিক চেতনা ও সত্যের প্রতি নিষ্ঠা

প্রচলিত ধারার প্রিন্ট ও ব্রডকাস্ট মিডিয়ার উপস্থিতি রয়ে গেছে ঠিকই, কিন্তু অনলাইন সাংবাদিকতা গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি। এর প্রমাণ হলো, কাগজে ছাপা পত্রিকা বা টিভি চ্যানেলগুলোও অনলাইন ভার্সন, ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় তাদের কর্মতৎপরতা বাড়াচ্ছে।

এ কারণে, বর্তমান সময়ে সাংবাদিক হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করতে হলে অনলাইন তথা ডিজিটাল মিডিয়ার সঙ্গে প্রাসঙ্গিক দক্ষতাগুলো অর্জন করতেই হবে। এর পাশাপাশি মনে রাখতে হবে, তীব্র প্রতিযোগিতা ও অসীম সম্ভাবনার এ সময়টিতে সাংবাদিক হিসেবে নিজের নৈতিক মানদণ্ড ও পেশাদারিত্বের সুস্পষ্ট প্রমাণ দিতে না পারলে এ পেশার প্রতি সুবিচার করা সম্ভব হবে না।