Media School

Dhaka    Thursday, 26 December 2024

By মাজেদুল হক তানভীর

প্রজ্ঞাপন কী?

Media School August 15, 2024

প্রজ্ঞাপন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ বা বিরোধপূর্ণ কোনো বিষয়ে করণীয় সম্পর্কে নীতিগত যে সিদ্ধান্ত নেওয়া হয়, তা কার্যকর করার প্রমাণপত্র হলো প্রজ্ঞাপন (Gazette Notification/Gazette)। এটি রাষ্ট্রীয় বা সরকারি স্বীকৃতির একটি মাধ্যম। সরকার যখন কোনো বিষয় বা ব্যক্তিকে স্বীকৃতি প্রদান করে, তখন তা প্রজ্ঞাপন বা গেজেট আকারে প্রকাশ করে। ফলে, এটি একটি শক্তিশালী দলিল যার শক্ত আইনি ভিত্তি রয়েছে। প্রজ্ঞাপন পরবর্তী সময়ে আইনগতভাবে পরিবর্তন বা পরিমার্জনা করা যায়। তবে, প্রক্রিয়াটি বেশ কঠিন। কোনো সিদ্ধান্ত একবার প্রজ্ঞাপন আকারে জারি হয়ে গেলে পরবর্তী সময়ে এ বিষয়ে আইনগত পরিবর্তন বা পরিমার্জনা যা করার দরকার, তা আদালত করবে; এখানে সরকারও কোনো হস্তক্ষেপ করতে পারবে না।