Media School

Dhaka    Saturday, 23 November 2024

By সজীব সরকার

প্রজ্ঞাপন ও পরিপত্রের মধ্যে পার্থক্য কী?

Media School August 15, 2024

প্রজ্ঞাপন (বাঁয়ে) ও পরিপত্র। ছবি: সংগৃহীত

প্রজ্ঞাপন (Gazette) ও পরিপত্রের (Circular) মধ্যে মৌলিক যে পার্থক্য রয়েছে, তা হলো :

এক. সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে কোনোকিছুর স্বীকৃতি দেয়। আর, পরিপত্রের মাধ্যমে সরকার কোনো নির্দেশনা বা জরুরি কোনো বিধি ঘোষণা করে।

দুই. প্রজ্ঞাপন খুবই শক্তিশালী সরকারি দলিল এবং এর শক্ত আইনি ভিত্তি রয়েছে। এ কারণে প্রজ্ঞাপন সহজে পরিবর্তন বা পরিমার্জনা করা যায় না। কিন্তু, পরিপত্র সরকারের কেবল একটি ঘোষণাপত্র হওয়ায় এর এমন শক্ত কোনো ভিত্তি থাকে না। ফলে, পরিপত্র সহজেই বদল করা যায়।