By সজীব সরকার
নিষ্কামিতা, অযৌনতা বা যৌনশূন্যতা (অ্যাসেক্সুয়ালিটি)
Media School June 17, 2020
নিষ্কামিতা, অযৌনতা বা যৌনশূন্যতা (ইংরেজিতে অ্যাসেক্সুয়ালিটি) হলো কারও প্রতি যৌন আকর্ষণের অভাব বা যৌন কর্মকাণ্ডে অনুভূতি এবং আগ্রহের অভাব বা অনুপস্থিতি। একে কোনো যৌন পরিচয় ধারণ না করা বা বিপরীতকামিতা ও সমান্তরাল যৌনতার প্রকরণসমূহের একটি হিসেবে ধরা হয়।
নিষ্কামিতাকে যৌনসংযম এবং চিরকুমার থাকা থেকে আলাদাভাবে দেখা হয়, কেননা যৌনসংযম ও চিরকুমার থাকা ব্যক্তির আচরণ, ব্যক্তিত্ব বা ধর্মবিশ্বাসের মতো অনেক বিষয়ের ওপর নির্ভরশীল এবং এর পেছনে যৌন আবেগ বা অনুভূতির অনুপস্থিতি প্রাথমিক কারণ নয়। আবার অনেক নিষ্কাম ব্যক্তি যৌন কর্মকাণ্ডে অংশ নেয়; এর পেছনে অবশ্য নিজের সঙ্গীকে খুশি করা বা সন্তান উৎপাদনের মতো কারণ থাকে।