By আফসানা আক্তার
নারীরা দেখিয়ে দিয়েছে তারা সব পারে
Media School October 25, 2020
একজন নারী কারো কাছে মেয়ে, কারো কাছে মা। একজন শিক্ষিত নারী একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে। একজন নারীই পারে পৃথিবীকে সুন্দর করে তুলতে। একজন নারী পারে বিশ্বে শান্তি নিয়ে আসতে।
নারী সে, যে তার ছায়ায় একটি সন্তানকে স্নেহ-মমতা দিয়ে সঠিকভাবে মানুষ করতে পারে। আমি নারী, চলার পথে হোঁচট খেলে হাতটি ধরে টেনে তুলে জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারি। আমি কখনো প্রেমের, মমতার প্রতীক- কখনো আবার হতে পারি সংগ্রামী।
আমি গবির্ত কারণ আমি নারী; আমিই পারি একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। আমাদের সমাজে নারীর কোনো মূল্য নেই। আমাদের সমাজে নারীর কোনো সম্মান নেই। তাদের অনুভূতির কোনো দাম নেই। আমাদের সমাজ প্রতিনিয়ত নারীদের ঠেলে দিচ্ছে অন্ধকারের পথে। তাদের সামান্য ভুলকে বড় করে দেখে নষ্ট করে দিচ্ছে আত্মবিশ্বাস।
সেই অন্ধকার যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত নারীরা শুধু নির্যাতিতই হয়ে আসছে। তাদের কোনো বাক-স্বাধীনতা নেই, কোনো কিছুর অধিকার নেই। তারা রয়ে গেছে পর্দার আড়ালে। বিয়ের আগে পরিবারের, বিয়ের পরে স্বামীর আদেশ পালন করতে তারা বাধ্য হয়। তারা কোনো প্রতিবাদ করতে পারতো না। কিন্তু এখন নারীরা এসব বাধা অতিক্রম করে দেখিয়ে দিয়েছে, নারী সব পারে। আর তাই বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সকল কাজে নারীর অংশগ্রহণ দেখতে পাই।
আমার এক প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তুলে ধরতে চাই। ছোটবেলায় তার মা-বাবা মারা যান। তার ভাই এক গাড়িচালকের সাথে তার বিয়ে ঠিক করে। তার মাদকাসক্ত স্বামী তাকে মারধর করত। তাদের একটি সন্তান হয়। কিন্তু দুবছর না যেতেই তার স্বামী একটি দুর্ঘটনায় মারা যায়। এর জন্যও সমাজ তাকে দায়ী করে। তাকে 'অপয়া' বলে অপবাদ দেয়। তাকে তার শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। সে তার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও তাকে অত্যাচার সহ্য করতে হয়। তারপর সে সেলাইয়ের কাজ শুরু করে। তার সেখানে কিছু লাভ হওয়ায় সে একটি সেলাইয়ের দোকান দেয়। এখন সে স্বাবলম্বী। সকল বাধা অতিক্রম করে একটি স্বাধীন জীবন যাপন করছে। কারণ একজন নারী পারে সকল কষ্ট সহ্য করে কান্না লুকিয়ে আবার হাসতে আর নতুন করে জীবন শুরু করতে।
আমিই সেই নারী, যে কখনো মমতার প্রতীক হতে পারি, কখনো বা অসুর নিধনকারী দুর্গা হতে পারি। আমি গর্বিত, কারণ আমি নারী।