By অনু আক্তার
নারীর জীবনটা সহজ নয়
Media School January 20, 2021
কী মনে হয়, প্রতিটি নারীর জীবন খুব সহজ? জন্ম নেওয়া, বিয়ে করা, সন্তানের জন্ম দেওয়া, এরপর তাদের দেখাশোনা করা? এতো সরলরেখার মাঝেই নারীদের জীবন কেটে যায়?
কয়জন খোঁজ নিতে যায়, এর মাঝেও যে হাজারো গল্প থাকে...
একটা মেয়ে জন্ম নেওয়ার পরেই বলা হয়, 'ওহ, মেয়ে হয়েছে! বিয়ে দিবে, পরের ঘরে চলে যাবে। মেয়ে কোনো কাজের না।' এরপর যখন মেয়েটা স্কুলে যায়, তখন থেকেই মেয়ের বাবা-মাকে বলাহয়, 'মেয়েকে বিয়ে দিয়ে দাও, এতো লেখাপড়া করে কী করবে; সেই তো বাচ্চা সামলাবে আর রান্না করবে। আবার বেশি বয়স হয়ে গেলে সমস্যা, আর ভালো সম্বন্ধ আসবে না।' আর যদি মেয়েটা চঞ্চল আর প্রতিবাদী হয়, তাহলে তো কথাই নেই; তখন শুনতে হয়, 'কী বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করে। এই মেয়ে যে সংসারে যাবে, সেই সংসার শেষ!'
তারপর যখন মেয়েটার বিয়ে হয়, তখন তার শ্বশুরবাড়ির সবার মন জয় করার যুদ্ধ শুরু হয়। মা-বাবা বলে দেয়, সবার চোখে ভদ্র-ভালো হতেই হবে, তা না হলে সংসার টিকবে না। আর যদি মেয়েটা চাকুরিজীবী হয়, তাহলে আগে তার সংসারের প্রতিটি কাজ করে তারপর নিজের অফিসের কাজ সামলাতে হয়। আর তা না হলে মানসিক-শারিরীক অত্যাচার সহ্য করতে হয়। সবাই যেন তৈরী থাকে তাদের দোষ ধরার জন্যে।
তাছাড়া বাবার বাড়ি, আবার শ্বশুরবাড়ির পারিবারিক সমস্যা তো থাকেই। এসবকিছুর মাঝেই একটা মেয়ের লড়াই করে বাঁচতে হয়। তখন সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে, সে চাইলেই পারে না মন খারাপ হলে যখন-তখন কোথাও ঘুরতে যেতে, তাদের অনেক বাধ্যবাধকতা, সীমাবদ্ধতা থাকে চাইলেই সে নিজের ইচ্ছায় কিছু করতে পারে না বা তাদের সেই সাহসটাই কখনো হয়ে ওঠে না। নারীরা এগিয়ে যাওয়ার একটু সহযোগিতা চায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের সহযোগী হওয়ার মানুষের বড্ড অভাব। উল্টো ভালো কাজেও দোষ খুঁজে বেড়ায়।
যদি কোনো নারী সব বাধা, সীমাবদ্ধতা পেরিয়ে এগিয়ে যেতে চায়, তখন তাদের আপনজনরাই তাদের বাধা সৃষ্টি করে দেয়। নারীদের জীবনের প্রতিটি অধ্যায় পেরোতে হয় লড়াই করে। আজন্ম যেন তাদের লড়াই থেকেই যায়... তবুও থেমে যায়নি তারা; লড়াই করে এগিয়ে যাচ্ছে নিজের লক্ষ্যের দিকে।
এই সমাজ আর সমাজের মানুষ আজও বোঝে না, একজন নারী চাইলেই অনেক উন্নতি করতে পারে। তাদের মাঝেও একজন পুরুষের মতো উন্নতি করার ক্ষমতা থাকে। নারীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা এই ক্ষমতা প্রকাশ করতে পারে। নারীদের যদি ক্ষমতা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়, তাহলে শুধু নারীদেরই নয়, একটা সমাজ এমনকি একটা দেশের সকল ক্ষেত্র আরও বেশি উন্নত করা সম্ভব। কিন্তু সবসময়ই যদি তাদের দমিয়ে রাখা হয়, তাহলে তারা ক্ষমতা দেখাবে কী করে?
প্রশ্ন রইল এই সমাজের বিবেকের কাছে।