Media School

Dhaka    Saturday, 23 November 2024

By সুলতানা আক্তার

তুমি মেয়ে, তাই...

Media School February 6, 2021

একটা ছেলের মা-বাবাকে যতটা না শুনতে হয়, তার থেকে কয়েক গুণ বেশি শুনতে হয় একটা মেয়ের মা-বাবাকে : মেয়েকে বিয়ে দেবেন কবে? একটা মেয়ের ৮ম শ্রেণিতে  উঠতে না উঠতেই শুরু হয়ে যায় বিয়ের নামে মানসিক চাপ, আশপাশ থেকে মেয়ের বিয়ের প্রস্তাব চলে আসে, কিন্তু একটা ছেলের চাকরি না পাওয়া পর্যন্ত কেউ বলে না যে, 'আপনার ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছেছেলেকে বিয়ে করিয়ে দিন।'

সমাজ নারী-পুরুষের সমান অধিকার এখনো দিতে পারেনিএকটা মেয়ে তার নিজের পায়ে দাঁড়ানোর অধিকার এতো সহজে অর্জন করতে পারে নামেয়েকে কলেজে ওঠার আগেই বিয়ে দিতে হবে, পরে ছেলে পাওয়া যাবে না; মেয়ে বেশি শিক্ষিত হলে বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে - মেয়েদের বেলায় এমন অনেক কথা শুনতে হয় কিন্তু একটা ছেলেকে বিয়ের জন্য কখনও নিজের ইচ্ছেকে বিসর্জন দিতে হয় নাসবাই বলে, 'তুমি মেয়ে, তোমার চাকরি করার কী দরকার?'

বিয়ের কথাবার্তা বলার সময় মেয়েকে তার পছন্দের কথা জিজ্ঞেস করা হয় নাকিন্তু ছেলেকে ঠিক জিজ্ঞেস করা  হয়, 'মেয়েকে পছন্দ হয়েছে তো?' তুমি মেয়ে, তোমার কোনো ছেলেবন্ধু থাকতে পারবে না, কিন্তু ছেলের মেয়েলি দোষ তো থাকবেই! তুমি মেয়ে, তোমার কথার কোনও দাম নেই; তুমি মেয়ে, তোমাকে পরিবারের পছন্দেই বিয়ে করতে হবেকষ্ট হলেও সব কাজ তোমাকে করতে হবেসংসার টিকিয়ে রাখার দায়িত্ব তোমার, কারণ তুমি মেয়েএকটা মেয়েকে যতটা মেনে নিতে হয়, তার থেকে বেশি মানিয়ে চলতে হয়মেয়ে মানে ঘরের সব কাজ করে বাইরে যেতে হবেতুমি মানুষ, 'তবে মেয়ে-মানুষ'। সবকিছু তুমি মুখ বুঁজে মেনে নেবে, কারণ তুমি মেয়ে

সমাজ মেয়েদের পায়ের শেকল এখনও খুলতে পারেনি