Media School

Dhaka    Saturday, 01 February 2025

By নুসরাত জাহান

ছিবড়ি

Media School June 16, 2020

প্রতীকী ছবি

হিজড়া দলে কিছু নারী থাকে, যাদের শারীরিক কোনো ক্রটি নেই, বরং সম্পূর্ণই সুস্থ; তাদের ছিবড়ি বলে। নিতান্ত অর্থনৈতিক কারণে তারা হিজড়া দলে এসে যোগ দেয়। তাদের অধিকাংশ বিবাহিত হলেও প্রচলিত ভাষায় ‘স্বামী পরিত্যক্তা’ হয়ে থাকে। দুই ধরনের ছিবড়ি আছে : স্থায়ী ও অস্থায়ী। স্থায়ীরা সন্তান নিয়ে পাকাপাকিভাবে হিজড়া সমাজে বাস করে আর অস্থায়ীরা কোনো মহল্লায় স্থায়ীভাবে বসবাস করে না। তবে অস্থায়ীদের সবারই একটি নির্দিষ্ট মহল্লা নির্দিষ্ট থাকে; এখানেই এরা যায় কাজের জন্য, বিভিন্ন মহল্লায় ঘুরে এরা কাজ করে না।