Media School

Dhaka    Saturday, 01 February 2025

By সজীব সরকার

ছিন্নি

Media School June 17, 2020

প্রতীকী ছবি

পুরুষাঙ্গ ছেদ করে বা কেটে বাদ দিয়ে যাদের খোঁজা-হিজড়া করা হয়, তারাই ছিন্নি নামে পরিচিত। হিজড়াদের মধ্যে অধিকাংশই ছিন্নি। ‘আকুয়া’ থেকে অনেক হিজড়া ছিন্নিতে পরিণত হয়। যৌন পরিবর্তনকামী আকুয়ারা নিজেদের পুরুষাঙ্গ ছেদ করে পরিপূর্ণ নারী হওয়ার স্বপ্ন দেখে। উন্নত দেশে অত্যাধুনিক চিকিৎসার কল্যাণে এটা সম্ভব হলেও আমাদের দেশে এ জাতীয় অস্ত্রপোচার অনেক ব্যয়বহুল। তাই অসম্ভব রকম মানসিক টানাপোড়েনে অনেকে হাতুড়ে ডাক্তার দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলে, যাতে এমনকি প্রাণহানিরও আশঙ্কা থাকে। পরে অত্যন্ত অবৈজ্ঞানিক হরমোন-থেরাপির মাধ্যমে তারা নিজেদের নারী হিসেবে গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু প্রকৃত নারী আর হয়ে ওঠে না। ফলে হিজড়া মহল্লা ছেড়ে তাদের আর বেরিয়ে আসাও সম্ভভ হয় না। তবে যৌন পরিবর্তনকামী আকুয়া ছাড়াও পৌরুষহীন জেনানারা অনেক সময় তাদের পুরুষাঙ্গ কেটে ফেলে। এছাড়াও এখানে জোরপূর্বক লিঙ্গ-ছেদনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দালালের মাধ্যমে ছেলে শিশু, কিশোর, যুবকদের ধরে এনে তাদের পুরুষাঙ্গ কেটে ফেলে তাদের পাকাপাকিভাবে হিজড়াতে পরিণত করে তাদের দিয়ে ব্যবসা করানো হয়।