Media School

Dhaka    Thursday, 26 December 2024

By মাজেদুল হক তানভীর

গুগল অ্যাডসেন্স কী?

Media School June 26, 2020

ছবি : সংগৃহীত

ওয়েবসাইট, ব্লগ কিংবা ইউটিউব ভিডিও নিয়ে যারা কাজ করেন, তাদের কাছে ‘গুগল অ্যাডসেন্স’ খুব পরিচিত শব্দ। গুগল অ্যাডসেন্স হলো গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি মূলত একটি লাভ-অংশিদারী প্রকল্প যার মাধ্যমে গুগল ও তার ব্যবহারকারী তাদের ওয়েবসাইটে  বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জন করতে পারেন।

একটি ওয়েবসাইট বা ব্লগের মালিক কিছু শর্তসাপেক্ষে তাদের ওয়েবসাইট বা ব্লগে গুগল নির্ধারিত বিজ্ঞাপন স্থাপনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।

গুগল অ্যাডসেন্সে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রাপ্ত অর্থের ৫০ থেকে ৬০ ভাগ টাকাই ওয়েবসাইটের  মালিকদের সঙ্গে ভাগাভাগি করে নেয়। আর এর মাধ্যমে যেকেউই অর্থ আয় করতে পারে।

গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে হলে ওয়েবসাইটে ন্যূনতম কিছু ভিজিটর প্রয়োজন হবে। এ ছাড়া ওয়েবসাইটের মান হতে হবে অ্যাডসেন্সের নিয়ম মেনে। এরপর গুগল অ্যাডসেন্সে সাইন আপ করতে হবে। সব ইনফরমেশন ও রিক্রুইটমেন্ট ঠিক থাকলে গুগল ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পরে ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করার অনুমতি দেবে। এরপর একটি কোড দেওয়া হবে যা ওয়েবসাইটে ব্যবহার করতে হবে বিজ্ঞাপন দেখানোর জন্য। আর মাস শেষে আয় যদি ১০০ ডলার বা তার বেশি অতিক্রম করে তবে অর্থ পাঠানো হবে। আর অ্যাডসেন্স শুধু ওয়েবসাইট নয়, ইউটিউব, মোবাইল অ্যাপ ইত্যাদিতেও ব্যবহার করা যায় এবং সেখান থেকেও আয় করা যায়।