Media School

Dhaka    Tuesday, 03 December 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : `হিসাব` অথবা `হিসেব`

Media School February 2, 2023

দুটোই ঠিক বানান, তবে প্রয়োগ বা ব্যবহার আলাদা।

সাধারণত কোনো হিসাব কষা বা হিসাব মেলানো অর্থাৎ টাকা-পয়সা বা গণিতের মাপজোখ বোঝাতে লিখতে হবে 'হিসাব' : একটি ডিম ১০ টাকা 'হিসাবে' এক হালি ডিমের দাম ৪০ টাকা। অথবা, জীবনের 'হিসাব' মেলানো।

অন্যান্য ক্ষেত্রে (যেমন তুলনা বা কোনোকিছুর মতো বোঝাতে) 'হিসেব' লিখতে হবে : মানুষ 'হিসেবে' তার তুলনা নেই; বড় 'হিসেবে' আমাদের দায়িত্ব ছোটদের শেখানো; নতুন লেখক 'হিসেবে' ভালোই লিখেছো - ইত্যাদি।