Media School

Dhaka    Thursday, 26 December 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : `না কি` ও `নাকি` লেখার নিয়ম

Media School January 27, 2022

দুই ক্ষেত্রে 'না কি' লেখা যেতে পারে। একটি হলো বিস্ময়সূচক অর্থ প্রকাশের ক্ষেত্রে এবং আরেকটি হলো প্রশ্নবোধক বাক্য তৈরির ক্ষেত্রে। তবে প্রশ্নের ক্ষেত্রে মনে রাখতে হবে, উত্তর যদি খুব ছোট করে অথবা হ্যাঁ/না দিয়ে দেওয়া যায়, তাহলে 'না কি' লিখতে হবে। যেমন :

বিস্ময় প্রকাশের ক্ষেত্রে : শুনলাম, তুমি না কি বিরাট কাণ্ড করেছ!
প্রশ্নসূচক (হ্যাঁ/না) : তুমি না কি কাল স্কুলে যাওনি?

অন্যদিকে, বিবৃতিমূলক বাক্য যেখানে উত্তর দিতে সামান্য ব্যাখ্যা বা বাড়তি জবাব দিতে হয়, সেখানে 'নাকি' লিখতে হবে। কিছু বাক্যে উত্তর আশা করা হয় না; এমন ক্ষেত্রেও 'নাকি' লিখতে হবে। এ ছাড়া সন্দেহ বা সংশয় প্রকাশের ক্ষেত্রেও বানানটি হবে 'নাকি'। যেমন :

- সে নাকি কাল ঢাকার বাইরে যাবে। (এই বাক্যে কোনো উত্তর চাওয়া হয়নি)
- তিনি নাকি এমন ভালো মানুষ আর দেখেননি! (সন্দেহ বা সংশয় প্রকাশ করা হয়েছে)
- রাতে ভাত খাবে, নাকি রুটি? (প্রশ্ন করা হয়েছে; হ্যাঁ/না দিয়ে উত্তর হবে না, বিস্তারিত উত্তর দিতে হবে)