By সজীব সরকার
কোনটি লিখবো : `এন্ড` ও `অ্যান্ড`-এর ব্যবহার
Media School June 14, 2021
'And' ও 'End' ইংরেজি ভাষার প্রায় সমুচ্চারিত দুটি শব্দ; এদের উচ্চারণ খুব কাছাকাছি হলেও পুরোপুরি এক নয়। উচ্চারণে কিছুটা ভিন্নতা থাকায় বাংলায় শব্দদুটি লেখার ক্ষেত্রেও এদের বানানে ভিন্নতা রয়েছে।
ইংরেজি and (ও/এবং) শব্দটি বাংলায় লিখতে হলে বানানটি হবে 'অ্যান্ড'। যেমন : টি অ্যান্ড কফি, হার্বস অ্যান্ড স্পাইসেস।
ইংরেজি end (শেষ/সমাপ্ত) শব্দটি বাংলায় লিখতে হবে এভাবে : 'এন্ড'। যেমন : এন্ড অব দ্য রোড, এন্ড অব ডিসকাশন।