Media School

Dhaka    Tuesday, 03 December 2024

By নুসরাত জাহান

ইন্দো-চীন যুদ্ধ

Media School August 18, 2020

চীন ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ এলাকা ও সীমারেখা। ছবি : উইকিপিডিয়া।

১৯৬২ সালে চীন ও ভারতের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধ সিনো-ইন্ডিয়ান বা ইন্দো-চীন যুদ্ধ নামে পরিচিত। ১৯৬২ সালের ২০ অক্টোবর চীন প্রথম ভারতের ওপর আক্রমণ চালালে দেশদুটির মধ্যে যুদ্ধ শুরু হয়। হিমালয়ের বিরোধপূর্ণ সীমান্তই ছিলো এ যুদ্ধের মূল কারণ।

১৯৪৫ সালে দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হলেও সে সময় নতুন জন্ম হওয়া এ দুটি রাষ্ট্রের মধ্যে প্রাক্তন শাসকেরা বিরোধপূর্ণ ও অমীমাংসিত সীমানা রেখে গিয়েছিলো বলেই তৎকালীন নব্য স্বাধীনতাপ্রাপ্ত চীন ক্ষোভ ব্যক্ত করে। কারণ দেশদুটির মধ্যকার ৩,৪৮৮ কিলোমিটারের সেই সীমান্ত যেমন স্পষ্টভাবে চিহ্নিত করা হয়নি, তেমনি প্রকৃত কোনো সীমারেখা (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) নিয়ে দেশদুটির মধ্যেও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। এক্ষেত্রে এ সীমানারেখার পশ্চিমাংশে ১৮৬০ সালে ব্রিটিশ প্রস্তাবিত জনসন লাইনকে কুনলুন পর্বত পর্যন্ত বর্ধিত করা হয় এবং আকসাই চীনকে জম্মু-কাশ্মীর বা তৎকালীন চীনের প্রদেশ জিনজিয়ানের অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে স্বাধীন ভারত সেই জনসন লাইন মেনে নিলেও আকসাই চীনকে নিজেদের বলে দাবি করে - যদিও চীন এ দাবি প্রত্যাখান করে। পরবর্তী সময়ে ১৯৬০ সাল পর্যন্ত পশ্চিমাংশের আকসাই চীন থেকে যায় চীনেরই নিয়ন্ত্রণে আর ভারতের নিয়ন্ত্রণে থাকে পূর্বাংশ।

এর মধ্যে ১৯৬০ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও চীনা প্রধানমন্ত্রী চৌ এন-লাইয়ের সম্মতিক্রমে বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে আলোচনা ও এ সমস্যা সমাধানের জন্য দেশদুটির প্রতিনিধিদের মধ্যে আলোচনা হলেও তা ব্যর্থ হয়। পরে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চীনা প্রস্তাব ভারত ক্রমাগতভাবে প্রত্যাখ্যান করার পরিপ্রেক্ষিতে দেশটির প্রতি সেনা আগ্রাসন বাড়াতে শুরু করে চীন এবং একসময় সব ধরনের শান্তিপূর্ণ সমাধানের পথ ত্যাগ করে চীন ১৯৬২ সালের ২০ অক্টোবর ভারত আক্রমণ করে। অপ্রস্তুত ভারতীয় বাহিনীর ওপর চীনের অতর্কিত এ হামলায় ভারতের ১০ থেকে ২০ হাজারের বিপরীতে চীনের সৈন্য সংখ্যা ছিলো ৮০ হাজার। চীনের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণার পর এক মাস স্থায়ী এ যুদ্ধ ২১ নভেম্বর শেষ হয়। মূলত বিরোধপূর্ণ সীমান্তসহ লাদাখের ৩,২২৫ কিলোমিটার হিমালয় সীমান্ত এবং ম্যাকমোহন লাইনের অপরপ্রান্ত দখলই ছিলো তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, এটাই ছিলো ভারত ও চীনের মধ্যে প্রথম এবং এখন পর্যন্ত শেষ যুদ্ধ। এর পর থেকে এখন পর্যন্ত দেশদুটি বিরোধপূর্ণ এ এলাকায় তাদের সৈন্য মজুদ রেখেছে এবং সময়ে সময়ে উভয়পক্ষের মধ্যে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। তবে এর মধ্যে চলতি বছরের (২০২০) মে মাসে শুরু হওয়া দ্বন্দ্ব থেকে গত জুনের মাঝামাঝি সূত্রপাত হওয়া বড় রকমের কোনো সংঘর্ষের ঘটনা এটাই প্রথম।

তথ্যসূত্র :

https://en.wikipedia.org/wiki/Sino-Indian_War
https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/india-china-war-of-1962-839077-2016-11-21
https://www.manifestias.com/2020/06/02/sino-indian-war-of-1962/