By সজীব সরকার
আর্টিকেল ৩৯ (বাংলাদেশের সংবিধান)
Media School June 20, 2020
প্রতীকী ছবি
বাংলাদেশের সংবিধানে ব্যক্তির চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদে (তৃতীয় ভাগের ‘মৌলিক অধিকার’ অংশে) ব্যক্তির বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করা হয়েছে। তাই সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের জন্যে এই অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
(1972 সনের নং আইন)
তৃতীয় ভাগ
মৌলিক অধিকার
চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা
৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার
নিশ্চয়তা দান করা হইল।
সূত্র : http://bdlaws.minlaw.gov.bd