Media School

Dhaka    Thursday, 26 December 2024

By সজীব সরকার

আন্তঃব্যক্তিক যোগাযোগ (Interpersonal Communication)

Media School July 7, 2024

প্রতীকী ছবি।

একাধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ ঘটে, সেটিই হলো আন্তঃব্যক্তিক যোগাযোগ (Interpersonal Communication)।

মানুষ নানা প্রয়োজনে নিজের সঙ্গে যেমন যোগাযোগ করে (অন্তঃব্যক্তিক বা অন্তর্ব্যক্তিক যোগাযোগ), তেমনি একে-অন্যের সঙ্গেও যোগাযোগ করে। আন্তঃব্যক্তিক যোগাযোগ হতে হলে অন্ততঃ ২ জন ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের আদান-প্রদান বা মিথষ্ক্রিয়া হতে হবে।

আন্তঃব্যক্তিক যোগাযোগের উদাহরণ হতে পারে : দুজন বন্ধুর মধ্যে বাক্যালাপ, চার-পাঁচজন বন্ধুর মধ্যে আড্ডা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের আলোচনা ইত্যাদি।