Media School

Dhaka    Wednesday, 15 January 2025

By সজীব সরকার

অনলাইন সাংবাদিকতা

Media School September 1, 2024

অনলাইন সাংবাদিকতা হলো ইন্টারনেটনির্ভর সাংবাদিকতা। অর্থাৎ, ইন্টারনেটের নানা প্ল্যাটফর্মে সংবাদ, ফিচার, সম্পাদকীয় ইত্যাদি কনটেন্ট প্রকাশ, প্রচার বা বিতরণই হলো অনলাইন সাংবাদিকতা।

অনলাইন সাংবাদিকতার জন্য সবচেয়ে বেশি প্রচলিত বা জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো মূলত সংবাদভিত্তিক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল। তবে, বেশিসংখ্যক পাঠকের কাছে খবর পৌঁছে দিতে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে অবশ্য সাংবাদিকতার সরাসরি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। এসব মাধ্যম বরং সংবাদের বহুল প্রচার বা বিতরণের সহায়ক শক্তিমাত্র।

অনলাইন সাংবাদিকতাকে ওয়েব সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা এবং নেটিজেন সাংবাদিকতাও বলা হয়।