By সজীব সরকার
ফিচার (Feature)
Media School May 8, 2021
ফিচার হলো এমন এক ধরনের লেখা, যার মাধ্যমে কোনো একটি বিষয় বা ঘটনার খুব গভীরে গিয়ে সেটি সম্পর্কে বিশদভাবে তথ্য তুলে আনা হয়। ফিচারে সাধারণত কোনো বিষয়ের বিস্তারিত বর্ণনা থাকে। কোনো বিষয়ে তথ্য উপস্থাপনের জন্যে ফিচার তাই নিজে একটি কাঠামোও বটে; বর্ণনাধর্মী এ কাঠামোতে অনেক সময় সংবাদও লেখা হয়।
তবে সংবাদ ছাড়া অন্য যে-কোনো বিষয়েই স্বতন্ত্র ফিচার হতে পারে। এসব ফিচারে অনেক সময় লেখকের অন্তর্দৃষ্টি ও ব্যক্তিগত মতামত (subjectivity) চলে আসতে পারে।
ব্রিটিশ প্রকাশক লর্ড নর্থক্লিফ (Lord Northcliffe) ফিচার সম্পর্কে বলেন, হার্ড নিউজ পাঠককে পত্রিকার দিকে আকৃষ্ট করে, কিন্তু ফিচার পাঠককে পত্রিকাটিতে ধরে রাখে (It is hard news that catches readers. Features hold them.)।