Media School

Dhaka    Thursday, 26 December 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : পোষাক, না কি পোশাক?

Media School May 27, 2021

লিখতে হবে 'পোশাক'।

ষ-ত্ব বিধান অনুযায়ী সংস্কৃত বা তৎসম ছাড়া অন্য (বিদেশি) ভাষার শব্দে 'ষ' লেখা যাবে না। তাই ফারসি শব্দ হিসেবে এর বানানটি লিখতে হবে : 'পোশাক'।