Media School

Dhaka    Thursday, 05 December 2024

By সজীব সরকার

সাংবাদিকতায় ব্রেভিটি (Brevity)-এর ব্যবহার

Media School July 25, 2024

ব্রেভিটি (brevity) মানে হলো সংক্ষিপ্ততা। অর্থাৎ, কোনোকিছু সংক্ষেপে তথা ছোট করে বা কম কথায় বলা।

সংবাদ প্রতিবেদন লেখার ধরন সাহিত্য বা অন্যান্য লেখা থেকে অনেকটাই আলাদা। সংবাদ প্রতিবেদন লেখার সময় সংবাদ ও সাংবাদিকতা সম্পর্কিত নীতিমালা এবং লেখার কিছু কৌশল অনুসরণ করতে হয়। এসব কৌশল সংবাদ প্রতিবেদনকে সুপাঠ্য ও সহজে বোধগম্য করে তোলে এবং পাঠকের পড়ার আগ্রহ ধরে রাখে। এসব কৌশলের একটি হলো 'ব্রেভিটি', যা সংবাদ প্রতিবেদনের পাঠযোগ্যতা (readability) বাড়ায়।

সাংবাদিকতায় ব্রেভিটি কথাটিকে অন্তত ২টি অর্থে ব্যাখ্যা করা যায় : ছোট বা সংক্ষিপ্ত (short) এবং সুনির্দিষ্ট বা যথাযথ (to the point)।

ধরে নেওয়া হয়, সংবাদের পাঠকরা অনেক ব্যস্ত থাকেন। সারাদিনের ব্যস্ততার মধ্যে পাঠকরা পত্রিকা হাতে নিয়ে কম সময়ের মধ্যে দিনের গুরুত্বপূর্ণ খবর তথা ঘটনাগুলো সম্পর্কে জানতে চান। বড় আকারের প্রতিবেদন সাধারণত পাঠককে ওই খবর পাঠে আগ্রহী করে না। তাই, সংবাদ প্রতিবেদনের আকার যথাসম্ভব ছোট হওয়া উচিত। খুব কম কথায় একটি ঘটনা সম্বন্ধে জানিয়ে এর প্রতিবেদনটি লেখার চেষ্টা করা দরকার।

এ ছাড়াও, অকারণ বেশি কথায় প্রতিবেদনের আকার বড় করলে অনেক সময় তা দুর্বোধ্যতা তৈরি করে। এমন হলে, ওই প্রতিবেদনে কী বলা হচ্ছে, পাঠক অনেক সময় সেটি স্পষ্টভাবে বুঝতে পারেন না।

আর, ছোট করে প্রতিবেদন লেখার আরেকটি বাড়তি সুবিধা হলো, পত্রিকার সীমিত পরিসরে অনেক বেশি খবর ছাপার সুযোগ তৈরি হয়।

সম্প্রচার মাধ্যমের (রেডিও বা টিভি) ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য; সংক্ষেপে ও সুনির্দিষ্টভাবে তথ্য জানিয়ে দেওয়ার পাশাপাশি বুলেটিনের জন্য বরাদ্দকৃত সময়ের সীমার (এয়ার টাইম) মধ্যেই অনেকগুলো খবর জানিয়ে দেওয়া সম্ভব হয়।