Media School

Dhaka    Thursday, 26 December 2024

By উম্মেহানি আক্তার

সমাজে নারীর নিজের পরিচয় গড়ে তােলা কতটা সহজ?

Media School October 27, 2020

আমি নারী। বিধাতা কর্তৃক নারীসত্তা পাওয়ার জন্য আমি অনেক গর্ববােধ করি এবং আমি নারী হিসেবে সমাজে আমার নিজস্ব একটা মর্যাদাপূর্ণ পরিচয় গড়ে তুলতে চাই। কিন্তু আমাদের সমাজে একজন নারীর নিজস্ব একটি পরিচয় গড়ে তােলা কতটা সহজ - এ বিষয়ে আমি প্রায়ই সংশয়ে ভুগি।

নিরাপত্তাহীন সমাজে নারীদের প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বর্বরতা, নির্যাতন, ইঙ্গিতপূর্ণ দৃষ্টিভঙ্গি নারীদের স্বপ্নপূরণের প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। কারণ সমাজের ভয়ঙ্কর পরিস্থিতি এবং নানা প্রশ্ন, যেমন : মেয়েদের বেশি লেখা পড়ার কারণে সংসারে অশান্তি হয়, স্কুল পর্যন্তই মেয়েদের লেখাপড়া মানায়, বেশি শিক্ষিত মেয়ে স্বামী-পরিবারকে মূল্যায়ন করে না, বেশি লেখাপড়া জানা মেয়েরা মুখে মুখে তর্ক করে যা বেয়াদব-এর লক্ষণ, সমাজেরখারাপ লােকেদের হাতে মান-সম্মান যাওয়ার ভয় ইত্যাদি। এসব কারণে অনেক পরিবারই তাদের মেয়েসন্তানদের স্কুলের গণ্ডি পার হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যার ফলে দিনশেষে নারী সেই গুটিকয়েক সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এতে তার স্বপ্নগুলাে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়।

আর যখন সংসারের সেই সম্পর্কের বেড়াজাল থেকে নারী তার একটি আলাদা পরিচয় গড়ে তােলার জন্য সাহস দেখায়, তখন সমাজ এবং সমাজের একটি অংশ হিসেবে তার নতুন পরিবার সেই নারীর দিকে কুৎসিত প্রশ্ন ছুঁড়ে দেয়, তার লক্ষ্য পূরণের পথে বাধার দেয়াল তুলে দেয়। আর এ বাধার দেয়াল ভেঙ্গে একটি নারী যখন এগােতে পারে না, তখন এ সমাজ সেই নারীকে তার জায়গা দেখিয়ে দিয়ে বলে, বিয়ের পর সংসার তার একমাত্র স্থান আর সংসারের প্রতিটি সম্পর্কের কাছে মাথা নত করে চলাই নারীর প্রধান কাজ।

তবে সমাজের এ ধরাবাঁধা নিয়ম না মেনে একজন নারী যখন বিবাহিত-অবিবাহিত যে-কোন অবস্থানে থেকেই তার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায়, তখনও এ সমাজ শান্ত হয়ে বসে থাকে না; তার চরিত্র, স্বভাব, ব্যক্তিগত জীবন ইত্যাদি নানা বিষয়ে তাকে প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করে, তার লক্ষ্য পূরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তবে এ সবকিছু উপেক্ষা করেও আগের তুলনায় বর্তমান সময়ে নারীরা সমাজের সব ক্ষেত্রে পুরুষদের সাথে তাল মিলিয়ে তাদের অসামান্য দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে, যা দেখে আজ সত্যিই আমি নারী হিসেবে গর্ববােধ করি।

তবে আমরা কি এ কথা নিশ্চিত করে বলতে পারি, আমাদের সমাজ কতটা পাল্টেছে? নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, মনােভাব কতটা পরিবর্তন হয়েছে? আমাদের সমাজ কি নারীদের স্বপ্ন পূরণের জন্য, নারীদের নিজস্ব পরিচয় গড়ে তােলার জন্য অনুকূলে অবস্থান করছে? বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমি এ কথাগুলাে নিশ্চিত করে বলতে পারি না যে, আমাদের সমাজ নারীদের লক্ষ্য পূরণের বা নিজস্ব পরিচয় গড়ে তােলার ক্ষেত্রে সাহায্য করছে।

তাই নারী হিসেবে বেলা শেষে আমার একটি প্রশ্ন থেকেই যায়, আমাদের সমাজে নারী হিসেবে নিজের পরিচয় গড়ে তােলা কতটা সহজ?