Media School

Dhaka    Thursday, 26 December 2024

By শারমিন জাহান শান্তনা

শিক্ষায় নারী-পুরুষ সমতা প্রয়োজন

Media School February 13, 2021

অতীতের আঁধার অনেকটা কেটে গেলেও আজও আমাদের সমাজব‍্যবস্থায় নারী আর পুরুষের জন্যে শিক্ষার গুরুত্ব সমানভাবে দেখা হচ্ছে না। সামাজিক বিভিন্ন কারণে নারীর প্রতি বৈষম্য পরিলক্ষিত হয়। হয়তো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে এই বৈষম্যগুলো খুব বেশি উপলব্ধি করতে পারি!

অনেক অভিভাবক ভাবেন, ছেলেসন্তানকে শিক্ষিত করতে পারলে তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি হবে। কিন্তু মেয়েসন্তানকে জন্মের পর থেকেই 'অন্যের আমানত' হিসেবে ধরে নেওয়া হয়। মেয়েদের শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবার ও সমাজ খুব একটা আগ্রহী নয়। আজকের এই আধুনিক যুগে এসেও কারো কারো ধারণা, নারীর কাজ শুধু সংসারের যাবতীয় কাজকর্ম করা, সন্তান জন্ম দেওয়া ও তাদের প্রতিপালন করা; তারা মনে করে, এই ছকের মধ‍্যেই মেয়েদের জীবন সীমিত।

কিন্তু নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন বা নারীর উন্নয়ন ছাড়া সুষ্ঠু, সুন্দর ও উন্নয়নশীল রাষ্ট্র গঠন করা কল্পনামাত্র। জাতির কল্যাণের জন্য নারীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে হবে। আর এতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রের অবদান একান্তভাবে কাম‍্য।