Media School

Dhaka    Tuesday, 08 April 2025

By সজীব সরকার

লিঙ্গ পরিবর্তন

Media School June 17, 2020

প্রতীকী ছবি

অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গপরিবর্তন বা সেক্স চেঞ্জ খুব জটিল একটি প্রক্রিয়া। রূপান্তরকামী এবং উভলিঙ্গ মানবদের চাহিদাকে মূল্য দিয়ে শল্যচিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে সেক্স (জৈবিক লিঙ্গ) পরিবর্তন (সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি) করে থাকেন। পুরুষ থেকে নারীতে রূপান্তরের জন্যে এবং নারী থেকে পুরুষে রূপান্তরের জন্যে ভিন্ন পদ্ধতির অস্ত্রোপচার দরকার হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মূলত শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া ও টিস্যু নিয়ে ‘গ্রাফটিং’-এর মাধ্যমে যোনিপ্রদেশ তৈরি এবং হরমোন থেরাপির সাহায্যে স্তনের হ্রাস বা বৃদ্ধি ঘটানো হয় কিংবা সিলিকন টেস্টিকলের সাহায্যে অণ্ডকোষ তৈরি করা হয়। এর পাশাপাশি অন্যান্য ব্যবস্থাও নিতে হয়।