Media School

Dhaka    Saturday, 26 April 2025

By মাজেদুল হক তানভীর

মোবাইল জার্নালিজম বা মোজো কী?

Media School July 4, 2020

প্রতীকী ছবি

সাধারণভাবে বলতে, মোবাইল ফোন বা স্মার্টফোন দিয়ে যে সাংবাদিকতা করা হয়, তাকেই মোবাইল জার্নালিজম (Mobile Journalism) বা মোজো (MoJo) বলা হয়। আশপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা মোবাইল ফোন দিয়ে ধারণ করে, সম্পাদনার মাধ্যমে সংবাদ উপযোগী করে তোলাই হলো মোজো।

সাধারণত সাংবাদিকতা করতে হলে একজন প্রতিবেদককে অনেক উপকরণ যেমন : ভারী ক্যামেরা, বুম, সরাসরি সম্প্রচারের সরঞ্জাম এবং এগুলো পরিচালনার জন্য বাড়তি বিভিন্ন জিনিস বহন করতে হয়। ফলে তিনি চাইলেই যখন ইচ্ছে তখন সংবাদ দেওয়া শুরু করতে পারেন না। কিন্তু একজন মোবাইল জার্নালিস্টের এ প্রতিবন্ধকতা নেই। তিনি ইচ্ছে করলেই একা কাজটি করতে পারেন।

সরাসরি সম্প্রচার করার জন্য তাকে কঠিন কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না, বরং দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকলে তিনি শুধু তার স্মার্টফোনটি দিয়েই দর্শকের উদ্দেশে সরাসরি সম্প্রচার করতে পারেন।

বর্তমান অনলাইন সাংবাদিকতায় কোনো সংবাদ দ্রুততার সঙ্গে প্রকাশের চাপ থাকে। ফলে মোবাইল জার্নালিজমের চাহিদা ব্যাপক বেড়েছে। আগামী দিনে এর চাহিদা ও কাজের পরিধি আরও বাড়বে।