Media School

Dhaka    Thursday, 26 December 2024

By সজীব সরকার

মেট্রোসেক্সুয়াল

Media School June 17, 2020

প্রতীকী ছবি

এটি হলো একটি দ্বৈত বৈশিষ্ট্য, যা ‘মেট্রোপলিটন’ ও ‘সেক্সুয়াল’ শব্দদ্বয় থেকে সৃষ্ট। ১৯৯৪ সালে পশ্চিমে নতুন এ প্রত্যয়টির ব্যবহার শুরু হয়। মেট্রোসেক্সুয়াল শব্দের মাধ্যমে এমন পুরুষদের নির্দেশ করা হয়, যারা (বিশেষত নগরকেন্দ্রিক, শিল্প-বিপ্লবোত্তর ও পুঁজিবাদী সমাজে বসবাসকারী) তাদের সাজ-সজ্জা এবং প্রদর্শনপ্রিয়তার ব্যাপারে অতিমাত্রায় সচেতন ও যত্নবান এবং এর পাশাপাশি একটি উল্লেখযোগ্য পরিমাণ সময় ও অর্থ তারা এর পেছনে ব্যয় করেন। নব্য-উদ্ভাবিত এ প্রত্যয়টি সেসব বিপরীতকামী পুরুষদের বোঝানোর ক্ষেত্রে জনপ্রিয় হয়ে ওঠে, যারা বাহ্যিকভাবে সাধারণত সমকামী পুরুষদের সঙ্গে সাযুজ্যপূর্ণ ফ্যাশন ও জীবনশৈলি ধারণ করে থাকেন। মেট্রোসেক্সুয়াল শব্দটি প্রাথমিকভাবে বিপরীতকামীদের নির্দেশ করলেও যে-কোন যৌন অভিরুচির ব্যক্তির ক্ষেত্রেই একে ব্যবহার করা যেতে পারে।