Media School

Dhaka    Saturday, 01 February 2025

By সজীব সরকার

মিডিয়া জার্গন (Media Jargon)

Media School August 16, 2024

প্রতীকী ছবি।

জার্গন হলো জ্ঞানের বিশেষ কোনো শাখায় বিশেষ অর্থে ব্যবহৃত কিছু শব্দ। ওই শাখার বাইরে এসব শব্দের অর্থ সাধারণত ভিন্ন হয়। তাহলে, মিডিয়া জার্গন হলো মিডিয়া অর্থাৎ গণমাধ্যমে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ।

কয়েকটি উদাহরণ আলোচনা করা যাক।

স্টোরি (story) শব্দটির সাধারণ অর্থ হলো 'গল্প'; কিন্তু, গণমাধ্যমে স্টোরি বলতে 'সংবাদ' বোঝানো হয়। আবার, বিট (beat) শব্দের অভিধানগত অর্থ হলো আঘাত করা, হারানো, স্পন্দন বা তাল, এলাকা ইত্যাদি। কিন্তু, সাংবাদিকতায় বিট শব্দটি দিয়ে সাংবাদিকদের কাজের ক্ষেত্র বা বিষয় (রাজনীতি, শিক্ষা, অপরাধ, পরিবেশ ইত্যাদি) বোঝানো হয়।

আবার মিলিয়ে নেওয়া যাক।

জার্গন মানে হলো কোনো শাস্ত্রের বিশেষ অর্থবোধক শব্দ, ভাষা বা পরিভাষা- যা ওই বিশেষ শাস্ত্রে জ্ঞান থাকলেই কেবল বোঝা সম্ভব। আর, মিডিয়া জার্গন হলো গণমাধ্যমের পরিভাষা; অর্থাৎ, গণমাধ্যমে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ, ভাষা বা পরিভাষা।