By সজীব সরকার
মানবিক আবেদন সমৃদ্ধ সংবাদ (হিউম্যান ইন্টারেস্ট স্টোরি)
Media School April 18, 2021
পাঠকের মনকে ছুঁয়ে যায় বা তাদের আবেগকে স্পর্শ করে- এমন কোনো ঘটনা নিয়ে মানবিক আবেদন সমৃদ্ধ খবর হয়। প্রতিদিনের নানা ধরনের খবরের ভিড়ে ভিন্নধর্মী কিছু সংবাদ থাকে যেখানে এমন কোনো তথ্য, বক্তব্য বা গল্প থাকে যা মানুষের হৃদয়ে নাড়া দেয়; এই উপাদানটিই হলো ‘মানবিক আবেদন’। এ ধরনের সংবাদে প্রায়ই ঘটনার চেয়ে ব্যক্তি বেশি প্রামাণ্য হয়ে ওঠে।
দুর্ঘটনায় একই পরিবারের সব সদস্যের মৃত্যু, নতুন চাকরি পেয়ে বাড়ি ফেরার পথে সড়কে মৃত্যু, জোড়া লাগানো অঙ্গ নিয়ে জন্মানো যমজ, নর্দমায় নবজাত মানবশিশু কুড়িয়ে পাওয়া, প্রতিবন্ধিত্ব জয়ের গল্প - এমনসব ঘটনা নিয়ে মানবিক আবেদন সমৃদ্ধ সংবাদ হয়। এসব সংবাদ সাধারণত হার্ড নিউজের মতো করে না লিখে বরং অনেকটা ফিচারের মতো করে উপস্থাপন করা হয়। এসব ঘটনা সচেতনভাবেই এমন ভাষায় উপস্থাপন করা হয়, যা পাঠকের মনকে নাড়া দেবে। এসব খবর পড়ে অনেক সময় পাঠকহৃদয় কেঁদে ওঠে; এ কারণে বিভিন্ন দেশে এ ধরনের প্রতিবেদনকে tear-jerker-ও বলা হয়।