Media School

Dhaka    Thursday, 05 December 2024

By সজীব সরকার

ভক্স পপ (vox pop)

Media School April 21, 2024

টেলিভিশনের খবরে প্রায়ই দেখা যায়, একটি ঘটনার ব্যাপারে প্রতিবেদক পথ-চলতি সাধারণ মানুষের মতামত বা প্রতিক্রিয়া নিচ্ছেন। সম্প্রচার মাধ্যমের ভাষায়, ছোট ছোট ওই সাক্ষাৎকারই হলো ভক্স পপ।

সম্প্রচার মাধ্যমের (টেলিভিশন, রেডিও ইত্যাদি) খবরে ভক্স পপের মাধ্যমে কোনো ঘটনার ব্যাপারে সাধারণ মানুষের মতামত বা প্রতিক্রিয়া তুলে ধরার চেষ্টা করা হয়।

একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি স্পষ্ট করা যাক : ঈদ বা পূজার মতো নানা উৎসবের ছুটিতে অনেক মানুষ নিজের বাড়ি ফিরে যায়। প্রতিবেদকরা তখন বাসে-ট্রেনে বা লঞ্চের ঘাটে ঘরমুখো মানুষের প্রতিক্রিয়া নেন। ছোট ছোট এ বক্তব্যগুলোই ভক্স পপ।

অন্য উদাহরণে বলা যায়, সড়ক দুর্ঘটনার খবরে প্রতিবেদকরা অনেকসময় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা তুলে ধরেন; এগুলোও ভক্স পপ।

ভক্স পপের ক্ষেত্রে লক্ষ্যণীয় হলো, যাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তারা সংশ্লিষ্ট ওই বিষয় বা ঘটনার ব্যাপারে 'বিশেষজ্ঞ' নন; সাক্ষাৎকারদাতারা নিজেদের মতামত প্রকাশ করেন মাত্র।

বিশেষজ্ঞ মতামত বা এ ধরনের সাক্ষাৎকার থেকে ভক্স পপ এ কারণে আলাদা। যেমন : তীব্র গরমে সাধারণ মানুষের ভোগান্তির কথাগুলো যখন তারা নিজেরাই ক্যামেরার সামনে বলছেন, তখন তা ভক্স পপ। কিন্তু, এ ব্যাপারে একজন চিকিৎসক বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ কিংবা আবহাওয়াবিদের পর্যবেক্ষণ বা পূর্বাভাস হলো বিশেষজ্ঞ মতামত।

ইংরেজি vox pop প্রত্যয়টি ল্যাটিন শব্দবন্ধ vox populi থেকে নেওয়া; ল্যাটিন vox populi-এর ইংরেজি অর্থ হলো 'voice of the people'.

Vox pop কথাটির উৎস ল্যাটিন প্রবাদ 'Vox populi, vox Dei' (The voice of the people [is] the voice of God).

তথ্য সহায়ক

Adams, Sally (2001). Interviewing for Journalists. Psychology Press. ISBN 978-0-415-22914-2.
Mackie, P; Sim, F (2007). A Question of Rhetoric. Journal of the Royal Institute of Public Health. Public Health Journal.
OxfordReference.com: Alcuinus on Vox pops, Vox populi, Vox pop.
The Concise Oxford Dictionary of Quotations (1993). Oxford University Press.