By সজীব সরকার
ভক্স পপ এবং বিশেষজ্ঞ মতামত বা বিশেষ সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য
Media School April 21, 2024
ভক্স পপের (vox pop) ক্ষেত্রে, জনসমাগমস্থল থেকে সাধারণত দৈব চয়নের মতোই এক বা একাধিক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়। এ ক্ষেত্রে ওই ব্যক্তির বিশেষ কোনো দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা বা বিশেষ জ্ঞানের ভিত্তিতে তাকে নির্বাচন করা হয় না। খবরের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে জনসাধারণের সাধারণ অভিজ্ঞতা, অনুভূতি, প্রত্যাশা বা মতামত ভক্স পপের মাধ্যমে তুলে ধরা হয়।
কিন্তু, কোনো বিষয়ে বিশেষজ্ঞ মতামত (expert opinion) বা বিশেষ সাক্ষাৎকার (special interview) নেওয়ার ক্ষেত্রে ওই বিষয়ে প্রমাণিত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা বা বিশেষ জ্ঞানের ভিত্তিতেই ব্যক্তিকে নির্বাচিত করা হয়।
একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি স্পষ্ট করা যাক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকার খবর প্রচারের সময় প্রতিবেদকরা বাজার ঘুরে ভোক্তাদের প্রতিক্রিয়া নেন। ছোট ছোট এ বক্তব্যগুলো ভক্স পপ। কিন্তু, কেন দ্রব্যমূল্য এতো চড়া বা মূল্যস্ফীতির কারণ বিশ্লেষণ করে এর কার্যকর সমাধান দিতে পারেন একজন দক্ষ অর্থনীতিবিদ। তাহলে, এ খবরে একজন অর্থনীতিবিদ বা অনুরূপ কোনো বিশেষজ্ঞ ব্যক্তির সাক্ষাৎকার ভক্স পপ থেকে আলাদা।
অন্য উদাহরণে বলা যায়, তীব্র গরমের কারণে নানা ধরনের অসুখ-বিসুখ বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এসব ভোগান্তির কথা যখন ভুক্তভোগীরা নিজেরাই ক্যামেরার সামনে বলছেন, তখন তা ভক্স পপ। কিন্তু, এ ব্যাপারে করণীয় সম্পন্ধে একজন চিকিৎসক বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞের বক্তব্য বা পরামর্শ হলো বিশেষজ্ঞ মতামত।
তাহলে, ভক্স পপের সঙ্গে বিশেষজ্ঞ মতামতের পার্থক্য হলো, ভক্স পপের ক্ষেত্রে কোনো জনসমাগমস্থল থেকে বিশেষ কোনো শর্ত বা উদ্দেশ্য ছাড়াই যে-কাউকে তার মতামত জানার জন্য বেছে নেওয়া হতে পারে। ওই ঘটনার ব্যাপারে সাক্ষাৎকারের জন্য বেছে নেওয়া ব্যক্তির বিশেষ কোনো অভিজ্ঞতা বা জ্ঞান থাকা জরুরি নয় এবং ওই শর্তে তাকে বাছাইও করা হয় না।
কিন্তু, বিশেষজ্ঞ মতামতের ক্ষেত্রে সাক্ষাৎকার প্রদানকারী ব্যক্তিকে ঘটনা বা বিষয়ের ধরন অনুযায়ী বেছে নেওয়া হয় এবং সাধারণত সংশ্লিষ্ট ঘটনা বা বিষয়ে তার প্রমাণিত অভিজ্ঞতা কিংবা জ্ঞান বা বিশেষ দক্ষতার কারণেই তাকে বেছে নেওয়া হয়।
এ ছাড়া, এ দুয়ের মধ্যে আরেকটি পার্থক্য হলো- ভক্স পপের ক্ষেত্রে পূর্বনির্ধারিত স্থান বা সময় কিংবা সুনির্দিষ্ট ব্যক্তির প্রসঙ্গ সাধারণত অপরিহার্য নয়। কেননা, ভক্স পপের ক্ষেত্রে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে এক বা একাধিক ব্যক্তির মতামত তুলে ধরা হয়। এ সময় কাকে প্রশ্ন করা হবে এবং কী প্রশ্ন করা হবে, তা প্রায়ই আগে থেকে ঠিক করে রাখার সুযোগ বা দরকার থাকে না। ভক্স পপ সাধারণত স্বতঃস্ফূর্ত একটি প্রক্রিয়া।
কিন্তু, বিশেষজ্ঞ মতামত নেওয়ার সময় প্রায়ই সাক্ষাৎকারদাতার (বিশেষজ্ঞ ব্যক্তি) পূর্বানুমতি এবং সাক্ষাতের সময় ও স্থান আগেই ঠিক করে (অ্যাপয়েন্টমেন্ট) নিতে হয়। অনেক সময় বিষয়ের পাশাপাশি তাকে যেসব প্রশ্ন করা হবে, সেগুলোও আগে থেকে নির্ধারণের দরকার বা সুযোগ থাকে।
অবশ্য, কিছু ক্ষেত্রে তাৎক্ষণিকভাবেও বিশেষজ্ঞ মতামত বা বিশেষ সাক্ষাৎকার নেওয়ার সুযোগ থাকতে পারে। যেমন : কোনো ঘটনাস্থলে উপস্থিত জনতার মধ্য থেকে ভক্স পপ নেওয়ার পাশাপাশি সেখানে যদি ওই বিষয়ের বিশেষজ্ঞ কেউ উপস্থিত থাকেন, অথবা বিশেষ গুরুত্বপূর্ণ কেউ থাকেন, তাহলে তাৎক্ষণিকভাবে তার সাক্ষাৎকারও নেওয়া সম্ভব হতে পারে।
সাক্ষাৎকারের দৈর্ঘ্য বা কলেবরের ক্ষেত্রেও এদের মধ্যে পার্থক্য রয়েছে; ভক্স পপে প্রত্যেকের বক্তব্য খুব সংক্ষেপে তুলে ধরা হয়। কিন্তু, বিশেষজ্ঞ মতামত বা বিশেষ সাক্ষাৎকার সাধারণত দীর্ঘ হয়।