Media School

Dhaka    Thursday, 26 December 2024

By সজীব সরকার

প্লট কী?

Media School August 22, 2023

একটি গল্পে অনেকগুলো ঘটনা থাকে। অন্যভাবে বলা যায়, ছোট-বড় অনেকগুলো ঘটনা মিলে একটি গল্প তৈরি হয়। প্লট (plot) হলো ওইসব ঘটনাপ্রবাহের ক্রম। অর্থাৎ, প্লট হলো একটি গল্পের ঘটনাক্রম বা ঘটনাপ্রবাহ।

প্লটের মধ্যে শুধু গল্পটি থাকে, তা নয়; এর মধ্য দিয়েই পুরো গল্পটি ক্রমান্বয়ে তার পূর্ণাঙ্গ রূপ নেয়।

প্লটের মধ্যে সাধারণত ৫টি অংশ বা পর্ব থাকে :

১) Exposition: গল্পের শুরু। গল্পের মূল চরিত্র (protagonist) এবং গুরুত্বপূর্ণ অন্যান্য উপাদানের সঙ্গে পাঠকের (বা, দর্শকের) পরিচয় ঘটে।
২) Rising Action: গল্পের মূল চরিত্রের জীবনে দ্বন্দ্ব বা সংঘাত জটিল হতে শুরু করে। গল্পে জটিলতা তৈরি হয়।
৩) Climax: গল্পের মূল চরিত্রের জীবনে দ্বন্দ্ব বা সংঘাতের সর্বোচ্চ অবস্থা। এই পরিস্থিতিতে বোঝা যায় না, গল্পের মূল চরিত্র কীভাবে এ সঙ্কট থেকে বেরিয়ে আসবে বা সামনে গল্পটি কোনদিকে মোড় নিতে যাচ্ছে। গল্পের সবচেয়ে বেশি উত্তেজনাকর অংশ।
৪) Falling Action: সংঘাত বা সঙ্কট কিছুটা করে সমাধানের দিকে এগোতে শুরু করে। গল্পে উত্তেজনা কমতে শুরু করে।
৫) Resolution/Denouement: সব জটিলতার অবসান ঘটে। গল্পটির পরিসমাপ্তি ঘটে।