By নুসরাত জাহান
ছিবড়ি
Media School June 16, 2020
প্রতীকী ছবি
হিজড়া দলে কিছু নারী থাকে, যাদের শারীরিক কোনো ক্রটি নেই, বরং সম্পূর্ণই সুস্থ; তাদের ছিবড়ি বলে। নিতান্ত অর্থনৈতিক কারণে তারা হিজড়া দলে এসে যোগ দেয়। তাদের অধিকাংশ বিবাহিত হলেও প্রচলিত ভাষায় ‘স্বামী পরিত্যক্তা’ হয়ে থাকে। দুই ধরনের ছিবড়ি আছে : স্থায়ী ও অস্থায়ী। স্থায়ীরা সন্তান নিয়ে পাকাপাকিভাবে হিজড়া সমাজে বাস করে আর অস্থায়ীরা কোনো মহল্লায় স্থায়ীভাবে বসবাস করে না। তবে অস্থায়ীদের সবারই একটি নির্দিষ্ট মহল্লা নির্দিষ্ট থাকে; এখানেই এরা যায় কাজের জন্য, বিভিন্ন মহল্লায় ঘুরে এরা কাজ করে না।