Media School

Dhaka    Wednesday, 27 November 2024

By সজীব সরকার

ঘোস্টিং (ghosting)

Media School September 23, 2024

মূলত খুব ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে আকস্মিক যোগাযোগ-বিচ্ছিন্নতাকেই ঘোস্টিং বলা হয়।

ঘোস্টিং (ghosting) শব্দটির দুই রকমের ব্যবহার রয়েছে। একসময় ঘোস্টিং বলতে অনেকটা 'ভূত দেখা' বা 'ভূত দেখানো' বোঝানো হতো। যেমন : টিভির পর্দায় সিনেমার কোনো দৃশ্যে হঠাৎ ভূতের আবির্ভাব ঘটা। তবে, এখন এ শব্দের ভিন্ন একটি অর্থ তৈরি হয়েছে।

বর্তমান সময়ে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘোস্টিং শব্দটি নতুন এক প্রসঙ্গে ব্যবহৃত হচ্ছে। প্রসঙ্গটি হলো- কারো সঙ্গে হঠাৎ করেই এবং কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেওয়া।

বাংলা ভাষায় অবশ্য অনেক আগে থেকেই ঘোস্টিংয়ের ধারণাটি রয়েছে। যেমন : হাওয়া হয়ে যাওয়া, নাই হয়ে যাওয়া, গায়েব হয়ে যাওয়া বা লাপাত্তা হয়ে যাওয়া - এ ধরনের অভিধার প্রচলন বাংলা ভাষায় বেশ পুরনো। এর পাশাপাশি 'অমাবশ্যার চাঁদ' বা 'ডুমুরের ফুল' - ইত্যাদি প্রবাদ-প্রবচনের ব্যবহারও রয়েছে।

দৃশ্যমান বা স্পষ্ট কোনো কারণ, ব্যাখ্যা বা ঘোষণা ছাড়া হঠাৎই যখন কেউ কারো সঙ্গে দীর্ঘ সময়ের জন্যে যোগাযোগ বন্ধ করে দেয়, তখন এসব অভিধা দিয়ে ওই ব্যক্তির 'অনুপস্থিতি'র বিষয়টিকে বোঝানো হয়। এখনকার সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ঘোস্টিং শব্দের অর্থও ঠিক সেটিই।

মূলত খুব ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে এমন আকস্মিক যোগাযোগ-বিচ্ছিন্নতাকেই ঘোস্টিং বলা হয়।