Media School

Dhaka    Thursday, 26 December 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : `স্ত` ও `স্থ`-এর ব্যবহার

Media School August 13, 2021

'মুখস্ত', নাকি 'মুখস্থ'? 'ক্ষতিগ্রস্ত', নাকি 'ক্ষতিগ্রস্থ'? 'গৃহস্ত', নাকি 'গৃহস্থ'?

- এ ধরনের শব্দের শেষে 'স্ত' হবে, নাকি 'স্থ' - এ নিয়ে অনেক সময় বিভ্রান্তি বা অনিশ্চয়তা তৈরি হয়। পুরোপুরি নিশ্চিত না হয়ে ইচ্ছেমতো যে-কোনো একটি লেখা হলে এতে ভুলের আশঙ্কা থাকে। এসব ক্ষেত্রে ভুল এড়াতে খুব সহজ একটি নিয়ম মনে রাখা দরকার : 'স্ত' বা 'স্থ' বাদ দিলে শব্দের যেটুকু অংশ বাকি থাকে, তা যদি অর্থবোধক হয়, তাহলে সেখানে 'স্থ' হবে; আর যদি তা অর্থবোধক না হয়, তাহলে 'স্ত' হবে।

অন্যভাবে বলা যায় : অর্থবোধক শব্দ/ধারণার সঙ্গে 'স্থ' এবং অর্থবোধক নয়- এমন শব্দ/ধারণার শেষে 'স্ত' যুক্ত হবে।

কিছু উদাহরণসহ বিষয়টিকে বিশদভাবে ব্যাখ্যা করা যেতে পারে :

১. অর্থবোধক শব্দ/ধারণার শেষে 'স্থ' :

'মুখস্থ' শব্দটি থেকে 'স্থ' বাদ দিলে বাকি থাকে 'মুখ' যার নিজস্ব অর্থ রয়েছে। একইভাবে 'গৃহস্থ' শব্দটি থেকে 'স্থ' বাদ দিলে 'গৃহ' শব্দটি পাওয়া যায় যার নিজের অর্থ রয়েছে। বিষয়টি একটু ভিন্নভাবে দেখা যাক : মুখ ও গৃহ - এই শব্দগুলো নিজেরাই অর্থবোধক; তাই এদের শেষে 'স্থ' যুক্ত হবে। একই নিয়মে : কণ্ঠস্থ, মধ‌্যস্থ, তটস্থ, ধ‌্যানস্থ, নিকটস্থ, অভ্যন্তরস্থ, উদরস্থ, সুস্থ ইত্যাদি। এখানে অবশ্য 'সুস্থ' শব্দটি কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে, তবে এখানেও আসলে নিয়ম ভঙ্গ হয়নি। 'সুস্থ' শব্দের 'সু' মূলত সংস্কৃত উপসর্গ, তবে এই 'সু'-এরও নিজস্ব অর্থ রয়েছে; এর অর্থ হলো সুন্দর, ভালো বা উত্তম। এ কারণে এখানে নিয়মের ব্যতিক্রম ঘটেনি।

ব্যতিক্রম : এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে; যেমন : 'সমস্ত' ও 'বিশ্বস্ত'। এখানে 'স্ত' বাদ দিলেও 'সম' ও 'বিশ্ব' - এই দুটিরই নিজস্ব অর্থ রয়েছে (সম=সমান, বিশ্ব=পৃথিবী)। তবুও এই দুটি শব্দের শেষে 'স্ত'-ই যুক্ত হবে, 'স্থ' নয়। এর কারণ হলো, 'সম'-এর যা অর্থ (সমান), 'সমস্ত' শব্দটি দিয়ে অবিকল তা-ই বোঝায় না। আবার, 'বিশ্ব'-এর যা অর্থ (পৃথিবী), 'বিশ্বস্ত' শব্দটি দিয়েও এর বিপরীতে একেবারে ভিন্ন অর্থ বোঝায়।

২. অর্থবোধক নয়, এমন শব্দ/ধারণার শেষে 'স্ত' :

আগেই বলা হয়েছে, যেসব শব্দ/ধারণার নিজের কোনো অর্থ নেই, সেগুলোর পর 'স্ত' যুক্ত হবে। সে বিচারে : 'ক্ষতিগ্র' শব্দ বা ধারণাটি কোনো অর্থ তৈরি করে না; তাই এর শেষে 'স্ত' যুক্ত হয়ে শব্দটি হবে : ক্ষতিগ্র+স্ত=ক্ষতিগ্রস্ত। একইভাবে : অভ‌্যস্ত, আশ্বস্ত, ন‌্যস্ত, বিন‌্যস্ত, ব‌্যস্ত, সন্ত্রস্ত, ব‌্যতিব‌্যস্ত, পরাস্ত ইত‌্যাদি লিখতে হবে। কেননা এসব শব্দের মধ্যে অভ‌্য, আশ্ব, ন‌্য, বিন‌্য, ব‌্য, সন্ত্র, ব‌্যতিব‌্য, পরা - এই অংশগুলো নিজেরা অর্থবোধক নয়; কেবল শেষে 'স্ত' যুক্ত হওয়ার পরই এরা পুরোপুরি অর্থবোধক শব্দ হয়।

একই নিয়মের সঙ্গে প্রাসঙ্গিক আরেকটি বিষয় এখানে মনে রাখা দরকার : কোনো শব্দের শেষে সবসময় 'গ্রস্ত' যুক্ত হবে, 'গ্রস্থ' নয়। যেমন : ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত, জরাগ্রস্ত, বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত ইত্যাদি।

ব্যতিক্রম : এ নিয়মেরও ব্যতিক্রম রয়েছে; যেমন : অবস্থা, দুঃস্থ ও স্বাস্থ্য। এসব শব্দের 'অব', 'দুঃ' বা 'স্বা' অংশগুলো এখানে আলাদাভাবে অর্থপূর্ণ না হলেও এদের শেষে 'স্ত'-এর পরিবর্তে 'স্থ' যুক্ত হবে।

অর্থাৎ ব্যতিক্রম ছাড়া :

মূল শব্দ/ধারণার নিজের অর্থ থাকলে শেষে 'স্থ' যুক্ত হবে। যেমন : গৃহস্থ, মুখস্থ।

মূল শব্দ/ধারণার নিজের অর্থ না থাকলে শেষে 'স্ত' যুক্ত হবে। যেমন : অভ্যস্ত, ব্যস্ত।

 

 

[বানান মনে রাখার নিয়মগুলো সবসময় যে ব্যাকরণসিদ্ধ, তা নয়; কিছু ক্ষেত্রে এগুলো হলো ঠিক বানান মনে রাখার কৌশলমাত্র।]