Media School

Dhaka    Sunday, 24 November 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : `চলাকালীন সময়ে` চলবে না

Media School May 23, 2021

'চলাকালীন সময়ে' কথাটির বহুল ব্যবহার দেখা গেলেও তা শুদ্ধ নয়। কোনো একটি ঘটনা চলার সময়ের কথা কেবল 'চলাকালীন' শব্দটি দিয়েই বোঝানো যায়; 'চলাকালীন' মানেই হলো 'চলার সময়'। তাই এখানে 'কাল' বা 'সময়' কথাটির দ্বিত্বতা বা দুবার ব্যবহার বর্জন করতে হবে।

তাহলে :

ভুল : মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে
শুদ্ধ : মুক্তিযুদ্ধ চলাকালীন/মুক্তিযুদ্ধের সময়/মুক্তিযুদ্ধ চলার সময়/মুক্তিযুদ্ধ চলাকালে

একইভাবে : লকডাউন চলাকালীন সময়ে, জরুরি অবস্থা চলাকালীন সময়ে, ছুটি চলাকালীন সময়ে... এমন কথার ব্যবহার ভুল।