Media School

Dhaka    Thursday, 26 December 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : `কি না` ও `কিনা` লেখার নিয়ম

Media School January 27, 2022

বাক্যে 'কি না' আলাদা লিখতে হবে, নাকি একসঙ্গে 'কিনা' লিখতে হবে- এ নিয়ে অনেক সময় সংশয় দেখা দেয়। এ দুই বানান যেমন ভিন্ন, তেমনি এদের ব্যবহার বা প্রয়োগও ভিন্ন। তাই ইচ্ছেমতো যে-কোনো বানান লিখলে চলবে না।

মনে রাখতে হবে, সংশয় বা বিতর্ক উত্থাপন করতে অথবা প্রশ্ন করে এর উত্তর (সাধারণত হ্যাঁ/না) জানতে অব্যয় হিসেবে লিখতে হবে 'কি না'। যেমন :

- সে আসবে কি না আমি জানি না।
- আমি ভুল করেছি কি না বলো।
- তুমি যাবে কি না বলো।

 এখানে লক্ষ করার বিষয় হলো, 'কি না' বাদ দিলে এসব বাক্যের অর্থ বদলে যাবে।

অন্যদিকে, 'কিনা' প্রত্যয়টির সুনির্দিষ্ট কোনো অর্থ নেই; বাক্যে এটি মূলত অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। যেমন :

- হাতে কোনো কাজ নেই কিনা, তাই অলস বসে আছি।

বাক্যে কেবল অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয় বলে 'কিনা' বাদ দিলেও বাক্যের অর্থের বদল ঘটে না। যেমন : 'হাতে কোনো কাজ নেই কিনা, তাই অলস বসে আছি' না বলে যদি 'কিনা' বাদি দিয়ে বাক্যটি এভাবে বলা হয় : 'হাতে কোনো কাজ নেই [কিনা], তাই অলস বসে আছি' - তাহলেও এর অর্থ একই থাকে।

'কিনা' ব্যবহার হবে - এমন আরো কিছু বাক্য হতে পারে :

- তিনি নতুন এসেছেন কিনা, তাই এখানকার নিয়ম জানেন না।
- সকালে বৃষ্টি হয়েছে কিনা, তাই বাইরে যাইনি।
- তোমাকে পড়তে বলেছি, আর তুমি কিনা ঘুমিয়ে আছ?