Media School

Dhaka    Thursday, 26 December 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : উঠা, না কি ওঠা?

Media School June 4, 2021

দুটোই ঠিক, দুটোই লেখা যাবে- তবে এদের ব্যবহারের নির্দিষ্ট নিয়ম রয়েছে।
সমাপিকা ক্রিয়া হিসেবে (কাজটি শেষ হয়েছে - এমন বোঝাতে) 'ওঠা' বানানটি ব্যবহার করতে হবে। আর অসমাপিকা ক্রিয়া হিসেবে (কাজটি শেষ হয়নি - এমন বোঝাতে) 'উঠা' লিখতে হবে।

যেমন :

সমাপিকা ক্রিয়া (finite verb) হিসেবে : ঘুম থেকে ওঠো। সূর্য পূর্ব দিকে ওঠে। পাখিরা আকাশে ওড়ে।

অসমাপিকা ক্রিয়া (non-finite verb) হিসেবে : ঘুম থেকে উঠে স্কুলে যাও। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। পাখিরা আকাশে উড়ে বেড়ায়।