Media School

Dhaka    Sunday, 24 November 2024

By সজীব সরকার

কী লিখবো : ধরন, ধারণ ও ধারণা

Media School July 27, 2024

প্রকার বা শ্রেণি (type) বোঝাতে অনেক সময় 'ধরণ' লিখতে দেখা যায়। তবে, বানানটি ভুল। লিখতে হবে 'ধরন'।

যারা 'ধরণ' বানানটি লিখেন, তারা মূলত ণ-ত্ব বিধান মেনেই তা করেন। ণ-ত্ব বিধান অনুসারে 'র'-এর পরে 'ন' থাকলে একে 'ণ' লেখার নিয়ম। এখানে ভুলটি হলো- ণ-ত্ব বিধান কেবল সংস্কৃত বা তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য; খাঁটি বাংলা বা বিদেশি শব্দে এ নিয়ম প্রযোজ্য নয়। আর, 'ধরন' হলো বাংলা শব্দ; তাই, এখানে 'ন' বদলে 'ণ' লেখার বিষয়টি প্রযোজ্য হবে না।

তবে, সংস্কৃত 'ধৃ' ধাতু থেকে উৎপন্ন হওয়ায় 'ধারণ' ও 'ধারণা' শব্দে ণ-ত্ব বিধান মেনে 'ণ'-ই লিখতে হবে।

তাহলে ঠিক বানান হবে : ধরন, ধারণ ও ধারণা।